কোন কোন ক্যাপ্টেন টেস্টে শূন্যতায় ডুবিয়েছেন ভারতকে…


ভারতের ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি বার শূন্য আউট হওয়ার তালিকায় লালা অমরনাথ, মহম্মদ আজহারউদ্দিন, সুনীল গাভাসকর, গুহলাম আহমেদ, অনিল কুম্বলে, সচিন তেন্ডুলকর ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন রয়েছেন। তাঁরা ক্যাপ্টেনের ভূমিকায় থাকাকালীন ২ বার করে টেস্টে শূন্যে আউট হয়েছিলেন।

Leave a Reply