বছরের শেষ ম্যাচে হ্যাটট্রিক আটকানোই চ্যালেঞ্জ মোহনবাগানের


কলকাতা: বছর শেষে এমন পরিস্থিতিতে হবে, কেই বা ভেবেছিল। ইন্ডিয়ান সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এ মরসুমেও ডুরান্ড কাপ জিতেছে সবুজ মেরুন। আইএসএলে টানা পাঁচ ম্যাচ জয়। কিন্তু একের পর এক চোটে বিধ্বস্ত হতে থাকে মোহনবাগান। আশিক কুরুনিয়ান, আনোয়ার আলি এখনও মাঠের বাইরে। গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ব্রেন্ডন হ্যামিলও। চোট রয়েছে গ্ল্যান মার্টিন্সের। চোটের সঙ্গে যোগ হয়েছে কার্ড সমস্যাও। এর মাঝে আজ বছরের শেষ ম্যাচে নামছে মোহনবাগান। সামনে টানা দু-ম্যাচ জিতে আসা কেরালা ব্লাস্টার্স। আর মোহনবাগানের চ্যালেঞ্জ হারের হ্যাটট্রিক আটকানো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মুম্বই ফুটবল এরিনায় মোহনবাগানের অস্বস্তির আর এক পর্ব শুরু হয়েছিল। ম্যাচে ১-২ ব্য়বধানে হার। আইএসএলের ইতিহাসে মুম্বই সিটি এফসিকে হারাতে পারেনি মোহনবাগান। এ বারও পরিসংখ্যান বদলানো যায়নি। তার চেয়েও অস্বস্তি মোহনবাগানের তিন প্লেয়ার রেড কার্ড দেখেছিলেন। দু-দল মিলিয়ে সাতটি করে রেড ও হলুদ কার্ড। মোহনবাগানের যে তিন জন রেড কার্ড দেখেছিলেন তাঁরা হলেন-আশিস রাই, হেক্টর ইউস্তে এবং লিস্টন কোলাসো। রেড কার্ডের ক্ষেত্রে এক ম্যাচের নির্বাসন নিশ্চিত। শৃঙ্খলারক্ষা কমিটি নির্বাসন বাড়াতেও পারেন। আশিস ও হেক্টর এফসি গোয়া ম্যাচে নির্বাসন কাটিয়েছেন। লিস্টন কোলাসোকে পাওয়া যাবে না কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও।

মুম্বইয়ের পর ঘরের মাঠে এফসি গোয়ার কাছেও হেরেছে মোহনবাগান। সব দিক থেকেই ব্যাকফুটে। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স তুলনামূলক ভাবে অনেকটাই এগিয়ে। তারা টানা দুটি ম্যাচ জিতেছে। এর মধ্যে শক্তিশালী মুম্বই সিটি এফসিকে হারানো ব্লাস্টার্সের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান বুকোমানোভিচ বলেন, ‘আমাদের দল খুবই শক্তিশালী। টিম হিসেবে পারফর্ম করতে পারছি। ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স, রাত ৮টা, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার

Leave a Reply