অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীর্ঘ দিন জয় নেই! চাকা ঘোরাতে মরিয়া হরমনপ্রীতরা


মুম্বই: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরের বছর অর্থাৎ ২০২৫ সালে ওয়ান ডে বিশ্বকাপ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের নজরে এ বার আইসিসি টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি আগেই শুরু হয়েছিল। যদিও ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে হরমনপ্রীতদের আত্মবিশ্বাস বাড়িয়েছে জোড়া টেস্ট জয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অমোল মুজুমদারের কোচিংয়ে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতের মহিলা ক্রিকেটে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত হেরেছে। আবার ইংল্যান্ডকেই টেস্টে হারিয়েছে। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ।

অজিদের বিরুদ্ধে ওডিআই ট্র্যাক রেকর্ড স্বস্তির নয়। ২০১৮ সালে ঘরের মাঠে অজিদের কাছে ওডিআইতে ক্লিনসুইপ হয়েছিল ভারত। শেষ পাঁচ সাক্ষাতে ভারত জিতেছে মাত্র একটি ম্যাচ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটে হারিয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা। স্কোয়াডে একঝাঁক নতুন মুখ রয়েছে। ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও নতুন মুখরা নজর কেড়েছিলেন। ক্রমশ আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তাঁরা। অজিদের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডেও বেশ কিছু নতুন মুখ রয়েছে।

বাংলার সাইকা ইসাক, তিতাস সাধুরা প্রথম বার ওডিআই স্কোয়াডে। তেমনই ওডিআইতে ফেরানো হয়েছে রিচা ঘোষকে। গত বাংলাদেশ সফরে সুযোগ পাননি রিচা। সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকেই হাফসেঞ্চুরি করেছেন। আর তারপরই ওডিআই দলে প্রত্যাবর্তন। ব্যাটিংয়ে স্মৃতি মান্ধানা, জেমাইমা এবং অধিনায়ক হরমনপ্রীতও এই ফর্ম্যাটে ফর্মে রয়েছেন। বোলিংয়ে তেমনই রেনুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা। অফস্পিনার অলরাউন্ডার দীপ্তি টেস্টেও দুর্দান্ত বোলিং করেছেন। ভারতীয় দলের নজরে এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই-তে পরিসংখ্যান উন্নত করা।

ভারত বনাম অস্ট্রেলিয়া, দুপুর ১.৩০, স্পোর্টস ১৮, জিও সিনেমায় সম্প্রচার

Leave a Reply