মাঠে ‘গেম’, গ্যালারিতে প্রেম; ছন্দ পতন MCG-র জায়ান্ট স্ক্রিনে
মেলবোর্ন: বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) মানেই একটা বাড়তি উত্তেজনা। একদিকে মেলবোর্নে চলছে অস্ট্রলিয়া ও পাকিস্তানের (Australia vs Pakistan) টেস্ট ম্যাচ। পাশাপাশি সেঞ্চুরিয়নে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। আজ, বৃহস্পতিবার ছিল মেলবোর্নে ছিল অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৮৭ রান। দিনের শেষে ২৪১ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ নিয়ে আলোচনার মাঝে চর্চায় উঠে এসেছে এমসিজিতে খেলা দেখতে যাওয়া এক কাপল।
সোশ্যাল মিডিয়ায় MCGতে খেলা দেখতে আসা এক কাপলের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এমসিজির গ্যালারির আপার টিয়ারে বসে খেলা দেখছিলেন এক কাপল। হঠাৎ করেই জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে তাঁদের ছবি। তাতে দেখা যায় গ্যালারিতে তাঁরা যেখানে বসেছিলেন, তার আশেপাশে ফাঁকা ছিল। সেই সময় ওই ছেলেটির বুকে মাথা রেখে ম্যাচ দেখছিলেন মেয়েটি। হঠাৎ করেই মাঠের ক্যামেরা তাঁদের দিকে ঘোরায় হকচকিয়ে যান তাঁরা। শুধু তাই নয়, ওই কাপল জায়ান্ট স্ক্রিনে নিজেদের ছবি দেখে অপ্রস্তুত হয়ে পড়েন এবং লজ্জায় লাল হয়ে যান।
ভাইরাল ভিডিয়োটির শেষের দিকে দেখা যায়, গ্যালারি থেকে হেঁটে নেমে আসছেন ছেলেটি। তাঁর মুখে একটি কাপড় ঢাকাও ছিল। এবং মেয়েটিও মুখ নীচু করে গ্যালারি থেকে নেমে আসেন। অনেকেই ক্যামেরাম্যানের এই কাজ দেখে হাসি ঠাট্টা করেছেন। এক ঝলকে দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো।
Cameraman going at the wrong end. ???? pic.twitter.com/1gnJQHwvCr
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 28, 2023
এ তো গেল মাঠের মধ্যে নয়, গ্যালারির অন্য খেলার কথা। আর ম্যাচ? ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক ক্যাপ্টেন শান মাসুদ। প্রথম ইনিংসে ৩১৮ রান তোলে অস্ট্রেলিয়া। অন্যদিকে ২৬৪ রানে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। দিনের শেষে ১৬ রানে অপরাজিত রয়েছেন অ্যালেক্স ক্যারি। এ বার দেখার চতুর্থ দিন অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে আর কত রান জুড়তে পারে।