সেঞ্চুরিয়নের ‘সেঞ্চুরিয়ন’ রাহুলকে বড় আসনে বসালেন সানি, মুগ্ধ সচিনও
Image Credit source: BCCI
সেঞ্চুরিয়ন: বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) মানেই উজ্জ্বল কেএল রাহুলের (KL Rahul) ব্যাট। এ যেন অভ্যাসে পরিণত করে নিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। সেঞ্চুরিয়নে শতরান করে টিম ইন্ডিয়ার মানরক্ষা করেছেন লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে তাঁর এই ইনিংস নিয়ে আলোচনা চলছে। এরই মাঝে দেশের প্রাক্তন ক্রিকেটাররাও রাহুলকে প্রশংসায় ভরালেন। ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়া সাইট Xএ রাহুলের শতরানের মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সংকটমোচন কেএল রাহুলের ১০০।’ শুধু ইরফান নন, সেঞ্চুরিয়নের ‘সেঞ্চুরিয়ন’ কেএল রাহুলকে বড় আসনে বসিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে রাহুলের শতরানে মুগ্ধ সচিন গাভাসকরও।
টেস্টে এই নিয়ে অষ্টম শতরান করেছেন লোকেশ রাহুল। তাঁর এই সেঞ্চুরি না হলে ভারতের দলগত রান ২৪৫ হত না। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের পর গাভাসকর সম্প্রচারকারী চ্যানেলে বলেছিলেন, ‘রাহুলের এই হাফসেঞ্চুরি আমার কাছে সেঞ্চুরির মতোই ভালো।’ আজ, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের টেস্ট এই সেঞ্চুরি দেখে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছেন, ‘আমি ৫০ বছর ধরে ক্রিকেট দেখছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, টেস্টে ভারতীয় ক্রিকেটারদের করা সেরা ১০ শতরানের মধ্যে পড়বে লোকেশ রাহুলের এই সেঞ্চুরি।’
সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ‘কেএল রাহুল ভালো খেলেছ। ওর ইনিংসে যা আমাকে মুগ্ধ করেছিল, সেটা হল ওর খেলায় একটা স্বচ্ছ চিন্তা ছিল। ওর ফুটওয়ার্ক দারুণ ছিল এবং ওকে দেখে মনে হচ্ছিল নিজের ওপর বিশ্বাস রয়েছে। এবং এটা তখনই ঘটে, যখন একজন ব্যাটার সঠিক চিন্তা করে। এই টেস্টে ওর সেঞ্চুরিটা ভীষণ গুরুত্বপূর্ণ। গতকাল ভারত যেখানে শেষ করেছিল, সেখান থেকে ২৪৫ রানে ইনিংস শেষ করে ভারতীয় শিবির সম্ভবত খুশি হবে।’
Well played @klrahul. What impressed me was his clarity of thought. His footwork looked precise and assured, and that happens when a batter is thinking right. This century is crucial in the context of this Test. India would be happy with 245 considering where they were at one… pic.twitter.com/Dtw9HpjAIC
— Sachin Tendulkar (@sachin_rt) December 27, 2023
রাহুলের প্রশংসা করার পাশাপাশি সচিন তেন্ডুলকর দুই প্রোটিয়া বোলারের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘নান্দ্রে বার্গার এবং জেরাল্ড কোৎজে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপে একটি ভালো সংযোজন বলে মনে হচ্ছে। তবে, আমি মনে করি এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা ওদের বোলিং পারফরম্যান্সে খুব বেশি খুশি হবে না।’