জাডেজা ফিরলেন ট্রেনিংয়ে, ফিরতে পারেন কেপটাউন টেস্টে


জাডেজা ফিরলেন ট্রেনিংয়ে, ফিরতে পারেন কেপটাউন টেস্টে
Image Credit source: X

সেঞ্চুরিয়ন: বছরের শেষটা ভালো না হল রোহিত শর্মার ভারতের। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে তেইশকে বিদায় জানিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এই দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০২৪ সালের ৩ জানুয়ারি থেকে। তার আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য এল সুখবর। সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারেননি। কেপটাউন টেস্টের আগে এ বার তিনি অনুশীলন শুরু করলেন।

রবীন্দ্র জাডেজা সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারেননি। টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা সুপারস্পোর্টস পার্কে এসে জানান, ব্যাক স্প্যাজমের কারণে রবীন্দ্র জাডেজা প্রথম টেস্টে খেলতে যেতে পারছেন না। সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে রবীন্দ্র জাডেজাকে ভারতের ওয়ার্ম আপ সেশনে দেখা যায়। সেই সময় তাঁকে দেখে মনে হয়নি তিনি অস্বস্তিতে রয়েছেন। সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে জাডেজাকে বল করতেও দেখা যায়। সেই সময় ভারতীয় টিমের হেলথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্ত খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন জাডেজাকে। সেদিন ভারতের ব্যাক আপ পেসার মুকেশ কুমারের পাশাপাশি বোলি অনুশীলন করেন রবীন্দ্র জাডেজা।

বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরিয়নে এক ভক্তকে অটোগ্রাফ দিতে দেখা যায় ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে।

টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা সেঞ্চুরিয়ন টেস্টে থাকলে ভারতের হয়ে ব্যাটে-বলে দুই বিভাগেই দলকে ভরসা দিতে পারতেন। কিন্তু তা হয়নি। এ বার কেপটাউন টেস্টের আগে তিনি পুরো ফিট হয়ে উঠলে টিম ইন্ডিয়ারই লাভ হবে বলে মনে করছে ক্রিকেট মহল। SENA দেশে রবীন্দ্র জাডেজা ৬ বা ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে দলকে ভরসা দিয়েছিলেন। কেপটাউন টেস্টে তিনি খেললে তেমন কিছু করে দেখাতে পারেন কিনা সেদিকেই নজর রয়েছে ক্রিকেট প্রেমীদের।



Leave a Reply