কেপটাউন টেস্ট থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার, স্বস্তিতে ভারতীয় ব্যাটিং!


কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বিপর্যয়ের মুখে পড়েছিল ভারতীয় ব্যাটিং। প্রথম ইনিংসে লোকেশ রাহুলের অনবদ্য সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির একলা লড়াই। সার্বিক ভাবে ভারতীয় ব্যাটিংয়ের হাল খুবই খারাপ। প্রোটিয়া পেস আক্রমণের সামনে একের পর এক আত্মসমর্পন। কেপটাউন টেস্টের আগে কি ভারতীয় দল সামান্য হলেও স্বস্তিতে থাকতে পারে? হয়তো। নিউ ইয়ার টেস্ট থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়া পেসারদের মধ্যে উইকেটের নিরিখে সবচেয়ে বেশি সফল কাগিসো রাবাডা এবং অভিষেক হওয়া নান্দ্রে বার্গার। আর এক পেসার জেরাল্ড কোৎজে প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট নিলেও এক দিক থেকে চাপ তৈরি করেছেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ ওভার বোলিং করানো হয় কোৎজেকে। তার অন্যতম কারণ, ঝুঁকি না নেওয়া। ভারত-দক্ষিণ আফ্রিকা নিউ ইয়ার টেস্ট শুরু হচ্ছে ৩ জানুয়ারি। কেপটাউনের এই টেস্ট থেকে ছিটকে গেলেন জেরাল্ড কোৎজে।

ভারত-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্ট তিন দিনেই শেষ হয়ে যায়। তৃতীয় দিন চোট পেয়েছিলেন কোৎজে। শুক্রবার তাঁর স্ক্যান হয়। চোটের যা পরিস্থিতি, কোৎজেকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। তাঁকে দল থেকে বাদ দেওয়া হলেও পরিবর্ত ঘোষণা করেনি প্রোটিয়া বোর্ড। প্রথম ম্যাচে চার পেসারের বোলিং কম্বিনেশন নিয়ে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে মার্কো জানসেন পেস বোলিং অলরাউন্ডার।

কোৎজে ছিটকে যাওয়ায় যদি না নতুন কোনও পরিবর্ত আনা হয়, পরের ম্যাচে খেলানো হতে পারে লুনগি এনগিডিকে। সদ্য চোট সারিয়ে ওঠা এনগিডিকে প্রথম টেস্টে খেলানো হয়নি ঝুঁকি এড়াতেই। ভারতীয় স্কোয়াডে নিউ ইয়ার টেস্টের জন্য যোগ করা হয়েছে আবেশ খানকে। মহম্মদ সামির পরিবর্ত হিসেবে স্কোয়াডে আবেশ।

Leave a Reply