গিলের ব্যাটিংয়ে ত্রুটি রয়েছে, সেঞ্চুরিয়ন বিপর্যয়ের পর কে তুলে দিলেন বিতর্ক?Image Credit source: X
নয়াদিল্লি: সচিন তেন্ডুলকরের সিংহাসন দখল করে নিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটে ১০০টা সেঞ্চুরির রেকর্ডও একদিন ভেঙে দেবেন হয়তো। বিরাট যখন মধ্যগগনে তখনই উঠছে প্রশ্ন, কে বসবেন তাঁর মসনদে। এর উত্তর কিন্তু এখনই অনেকে দিতে শুরু করেছেন। বিরাট যদি কিং হন, প্রিন্স বলে ডাকা শুরু হয়ে গিয়েছে শুভমন গিলকে (Shubman Gill)। সাদা বলের ক্রিকেটে দারুণ সফল। তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি রয়েছে তাঁর। সেই শুভমনকে ঘিরে যখন প্রত্যাশার পারদ চড়ছে, তখন তাঁকে নিয়ে বিতর্ক তুলে দিলেন ভারতের এক প্রাক্তন তারকা। তাঁর স্পষ্ট বক্তব্য, গিলের ব্যাটিংয়ে টেকনিক্যাল ত্রুটি রয়েছে। ফুটওয়ার্ক নির্ভর ব্যাটিং করেন না। এই প্রাক্তনের নাম আকাশ চোপড়া। ভারতের প্রাক্তন ওপেনার কোন যুক্তি খাড়া করছেন?
বিশ্বের সব দেশে ভারত সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকা এখনও অধরা রয়ে গিয়েছে। গত সফরে সেঞ্চুরিয়ন টেস্ট জিতেছিল ভারত। এ বার সেখানেই ছিল সফরের প্রথম টেস্ট। কিন্তু পুরো ভারতীয় টিমই চরম ব্যর্থ হয়েছে। রোহিত শর্মার টিমের ব্যাটিং বিপর্যয়ের কারণ তুলে ধরেছেন আকাশ। লোকেশ রাহুল আর বিরাট কোহলি ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। আকাশের কথায়, ‘তৃতীয় দিনের খেলা শুরুর সময় মনে হয়েছিল, ভারত ম্যাচে ফেরার লড়াই করবে। কিন্তু সেটা হয়নি। ইনিংসে হার কিন্তু খুব লজ্জার। রাহুল আর বিরাট ছাড়া কেউই কার্যত দাঁড়াতে পারেনি। কেউই প্রয়োজন মতো খেলার চেষ্টা করেনি। গায়ে বল নিয়েও উইকেটে দাঁড়িয়ে থাকতে পারেনি। রাবাডা দুই ইনিংসেই ফিরিয়েছে রোহিতকে। যশস্বী এখনও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। শ্রেয়সকে দেখে ভালো লাগল না। ভারতের অন্তত চার-পাঁচটা সেশনে ব্যাট করা উচিত ছিল।’
শুভমন গিলও দাঁড়াতে পারেননি। দেশের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের সময় থেকে ফর্মে ছিলেন। কিন্তু প্রোটিয়াদের মাঠে প্রথম টেস্টে ব্যর্থ। আকাশ বলছেন, ‘অস্ট্রেলিয়া সফরে গিল ভালো ব্যাটিং করেছিল। যে কারণে ওকে ভারতের ভবিষ্যৎ বলে ধরা হচ্ছে। ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে ও দারুণ ব্যাট করছে। কিন্তু ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ভালো পারফর্ম করতে পারেনি। সেই কারণেই ওকে নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু। গিল শুরু করেছিল ওপেনার হিসেবে। তারপর তিন নম্বরে ব্যাট করছে। ওর পছন্দের জায়গা চার নম্বর, সেটা মনে হয়। তবে এটা মাথায় রাখতে হবে, টেস্টে রান করতে হবে গিলকে। একটা জিনিস ওকে দেখে মনে হয়, গিল ফুটওয়ার্কের থেকে অনেক বেশি হাতে খেলতে অভ্যস্ত। এটা ফ্ল্যাট পিচের ক্ষেত্রে সম্ভব। সাদা বলের ক্রিকেটে হতে পারে। কিন্তু টেস্ট ক্রিকেটে এটা চলবে না।