বহুদিন পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের একটা ম্যাচ গ্যালারিতে বাড়তি উন্মাদনা তৈরি করল। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতেছে ভারত। ছবি: X
ওয়ান ডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই হার। দ্বিতীয় ওয়ান ডে-তে রান তাড়ায় দারুণ জায়গায় ছিল ভারত। রুদ্ধশ্বাস লড়াই, শেষ ওভারে মাত্র তিন রানে হার। ছবি: X
ওয়াংখেড়ের গ্যালারিতে আপশোষ, ইস রিচা যদি আর একটু সময় ক্রিজে থাকতেন! কেরিয়ারের সেরা ইনিংস খেলে রিচা যখন প্যাভিলিয়নের দিকে, দাঁড়িয়ে অভিবাদন জানাল গ্যালারি। ছবি: X
ওয়াংখেড়ের গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে। এমন চিত্র কিছুদিন আগেই দেখেছেন। মনে পড়ে? কয়েক সপ্তাহ আগেই পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপে। ছবি: X
ওয়াংখেড়েতে স্টেডিয়ামে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ওডিআইতে সেঞ্চুরির সংখ্যায় মাস্টার ব্লাস্টার্সকে ছাপিয়ে যেতেই বিরাট কোহলির জন্য দাঁড়িয়ে অভিবাদন। ছবি: X
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫৯ রান তাড়ায় রিচা ঘোষ ফিরলেন ৯৬ রানে। ডাগ আউটে জোড়া হতাশা। কেরিয়ারের প্রথম সেঞ্চুরি এল না রিচার ব্যাটে। বাকিরা স্নায়ুর চাপে ভেঙে পড়বে না তো? ছবি: X
৫০ ওভার কিপিং, তিনে নেমে ১৫৯ মিনিট ব্যাটিং, পায়ে ক্র্যাম্প, দৌড়তেই সমস্যায় পড়ছিলেন। রিচা ফিরতেই জয়ের থেকে দূরত্ব বাড়ে ভারতের। যদিও শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই। মাত্র তিন রানে হার। ছবি: X
ক্র্যাম্প নিয়েও অনবদ্য একটা রিচার। এই ওয়াংখেড়েতে এমনই একটা ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পার্থক্য একটাই, ম্যাক্সি জিতে মাঠ ছাড়তে পেরেছিলেন। রিচা জয়ের মঞ্চ তৈরি করে ফিরেছিলেন। ছবি: X