ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের মহারাজ তিনি। ভারতকে একাধিক সাফল্য এনে দিয়েছেন তিনি। ক্রিকেটের মহারাজ তিনি। সারা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছেন তাঁর ভক্তরা। দাদা মানেই ভালোবাসা তাঁদের কাছে। (ছবি: সোশ্যাল মিডিয়া)
সৌরভের ব্যক্তিগত জীবনের খবর জানতে ভালোবাসেন ভক্তরা। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ও ভক্তমহলে বেশ জনপ্রিয়। (ছবি: সোশ্যাল মিডিয়া)
সকলেই জানতে চান ডোনা ও সানার জীবনেরক খুঁটিনাটি। অনেক ভক্ত জানতে চান কী করেন সানা?ডোনা গঙ্গোপাধ্যায়ের পেশা কমবেশি সকলের জানা। (ছবি: সোশ্যাল মিডিয়া)
তিনি জনপ্রিয় নৃত্যশিল্পী। তবে সানা কী করেন তা অনেকেই জানেন না। কলকাতার লরেটো স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন সানা। সোশ্যাল মিডিয়া)
কলকাতার লরেটো স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন সানা। (ছবি: সোশ্যাল মিডিয়া)
লন্ডনে পড়াশোনা শেষ করেন। তারপর ইনোভার্ভ নামক একটি বহুজাগতিক সংস্থায় চাকরি করেন তিনি। (ছবি: সোশ্যাল মিডিয়া)
সৌরভ নিজেই মেয়ের চাকরির কথা টেলিভিশনের পর্দায় শেয়ার করেন। মেয়ের কাছে মাঝেমধ্যেই ছুঁটে যান সৌরভ ও ডোনা। সানার গ্র্যাজুয়েশন সেরিমনিতেও হাজির ছিলেন তারকা দম্পতি। মেয়ে এখন বড় হয়ে গিয়েছে। (ছবি: সোশ্যাল মিডিয়া)
ছোট্ট সানার ছেলেবেলার কথা বলতে গিয়ে আবেগে ভাসেন বাবা সৌরভ। সানা যে চাকরি করেন তাতে ভারতীয় মুদ্রায় কয়েক কোটি টাকা উপার্জন করেন তিনি। (ছবি: সোশ্যাল মিডিয়া)