অভিষেকেই জাত চিনিয়েছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। সম্প্রতি ওয়ান ডের মঞ্চে আত্মপ্রকাশ করেছেন সঞ্জু। (ছবি:সোশ্যাল মিডিয়া)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ওডিআইতে অভিষেক হয় তাঁর। ডেবিউ ম্যাচেই সেঞ্চুরি করে সকলকে চমকে দেন সঞ্জু। (ছবি:সোশ্যাল মিডিয়া)
তাঁর শতরানের হাত ধরেই ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারিয়ে দেয় মেন ইন ব্লু।(ছবি:সোশ্যাল মিডিয়া)
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতীয় দল। সেখানে টেস্ট সিরিজ খেলছে ভারত। তবে টেস্ট দলে নেই সঞ্জু। (ছবি:সোশ্যাল মিডিয়া)
এখন ছুটি কাটাচ্ছেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার। এ বার ক্রিকেট নয় ফুটবল খেলতে দেখা গেল তাঁকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে খোশমেজাজে ফুটবল খেলতে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ককে।
কেরলের স্থানীয় দলের সঙ্গে যোগ দেন তিনি। কেরলে ভীষণভাবে জনপ্রিয় ফুটবল। সারাবছরই স্থানীয় টুর্নামেন্ট চলতে থাকে।(ছবি:সোশ্যাল মিডিয়া)
ত্রিভানধামে তেমনই লোকাল সেভেন টুর্নামেন্টে অংশ নিয়েছেন সঞ্জু। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে বরাবর। আগে বহুবার নিজের মুখেই তা জানিয়েছেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)
আসলে ফুটবলের সঙ্গে পরিবারের যোগ রয়েছে তাঁর। সঞ্জুর বাবা দিল্লি পুলিশের ফুটবল টিমে খেলেছেন দীর্ঘদিন। বাবাকে দেখেই ফুটবলকে ভালোবাসা। (ছবি:সোশ্যাল মিডিয়া)