বার্গারের জন্য সেরা প্রস্তুতি সারতে পারলেন না বিরাট কোহলি!


কলকাতা: বছর শেষ হয়েছে হার দিয়ে। নতুন বছর, নতুন শুরুর অপেক্ষায় ভারতীয় ক্রিকেট দল। কেপ টাউনে নিউ ইয়ার টেস্ট। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা পাবে না পেসার জেরাল্ড কোৎজেকে। সেঞ্চুরিয়ন টেস্টে চোট পেয়েছিলেন। ঝুঁকি এড়াতেই কোৎজেকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দিয়েছে প্রোটিয়া শিবির। তবে ভারতের চিন্তা এতে খুব একটা কমছে না। সেঞ্চুরিয়নে টেস্ট অভিষেক হয়েছিল নান্দ্রে বার্গারের। তরুণ এই বাঁ হাতি পেসার অভিষেক ম্যাচেই ভারতকে প্রবল চাপে ফেলেছে। দ্বিতীয় টেস্টের আগে বার্গারের জন্য বিশেষ প্রস্তুতি সারতে চেয়েছিলেন বিরাট কোহলি। তাঁর প্রত্যাশা অবশ্য পূরণ হল না। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ৩২ রানে হেরেছে ভারতীয় দল। ব্যাটিং বিপর্যয়ই এর মূল কারণ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন লোকেশ রাহুল। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির একলা লড়াই। ৭৬ রান করেন বিরাট। যদিও ইনিংস হার আটকাতে পারেননি। কাগিসো রাবাডার পাশাপাশি ভারতীয় ব্যাটারদের বেগ দিয়েছেন নান্দ্রে বার্গার। ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন।

বাঁ হাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। এই রোগ দীর্ঘ দিনের। সেঞ্চুরিয়নে সেটা আবারও দেখা গিয়েছে। দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। প্র্যাক্টিসে রাখা হয়েছিল বেশ কয়েকজন বাঁ হাতি পেসারকে। যদিও প্রস্তুতি সেই অর্থে হয়নি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যে নেট বোলারদের রেখেছিল, তাঁদের কারও বলের গতি নান্দ্রে বার্গারের মতো নয়। ফলে ইনসুইং-আউট সুইং সহজেই ধরে ফেলছিলেন বিরাট কোহলি। যে পরিকল্পনা নিয়ে বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে অনুশীলন, লক্ষ্য পূরণ হয়নি বিরাটের।

নেটে দীর্ঘসময় কাটানোর পাশাপাশি বাইরেও থ্রো ডাউনে নকিং করেন বিরাট। দীর্ঘ অনুশীলনে ব্যস্ত ছিলেন শ্রেয়স আইয়ারও। শর্ট বলে বারবার সমস্যায় পড়েন শ্রেয়স। বিশ্বকাপের মাঝেও শর্ট পিচ বোলিংয়ের জন্য শ্রেয়সের ক্লাস নিয়েছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। কেপ টাউন টেস্টের আগে শর্ট পিচ ডেলিভারির বিরুদ্ধে বেশির ভাগ সময় অনুশীলন করলেন শ্রেয়স। যদিও আত্মবিশ্বাসী দেখায়নি টিম ইন্ডিয়ার এই মিডল অর্ডার ব্যাটারকে।

Leave a Reply