আক্ষেপ নেই এলগারের! ‘এমন পিচ দেখিনি’, হতাশা প্রিন্সের


কলকাতা: কেরিয়ারের শেষ টেস্টে নেমেছিলেন ডিন এলগার। তেম্বা বাভুমার অনুপস্থিতিতে এই ম্যাচে তিনিই অধিনায়ক। ব্যাটার এলগারের অবশ্য দিনটা ভালো কাটল না। কেরিয়ারের শেষ টেস্টে এমন পিচে ব্যাটিং করতে হল! প্রথম ইনিংসে ১৫ বলে ৪ রান, দ্বিতীয় ইনিংসে ২৮ বলে ১২। যদিও আক্ষেপ নেই প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স অবশ্য বলছেন, এই মাঠে অসমান বাউন্স এবং এমন গতির পিচ তিনি দেখেননি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কেরিয়ারের শেষ ইনিংসে ব্যাটিং করে ফেলেছেন। ডিন এলগারের লক্ষ্য এখন ম্যাচ জেতা। ম্যাচে আপাতত ভারতই এগিয়ে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার তিন উইকেট তুলে নিয়েছে ভারত। লিড ৩৬ রানের। দক্ষিণ আফ্রিকাকে ১৫০-২০০ রানের মধ্যে অলআউট করতে পারলে ভারতের জয়ের সম্ভাবনা প্রবল। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে এটিই সর্বনিম্ন স্কোর।

প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার বলছেন, ‘আমাদের লক্ষ্য এখন ১০০ রানের অন্তত টার্গেট দেওয়া। আমাদের বোলাররা ছন্দে থাকলে এই রান নিয়েও জেতাতে পারে। আর এই পিচে সেটা সম্ভব। কেরিয়ারের শেষ টেস্টে এমন ব্যাটিং পরিস্থিতিতে পড়তে হবে, ভাবনায় ছিল না। তবে কিছু পিচে এভাবে ঝুঁকতে হয়। টেস্ট ক্রিকেটে একটা পাগলামির দিনও বলা যায়। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও আমার কোনও আক্ষেপ নেই।’

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স অবশ্য পিচ নিয়ে একেবারেই খুশি নন। কেপটাউনের পিচে এমন অসমান বাউন্স ও গতিতে অবাক দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক প্রিন্স। বলছেন, ‘সিরাজ জীবনের সেরা একটা স্পেল করেছে। নতুন বলে সেরা দুই বোলার বোলিং করলে এমনটাই হওয়ার কথা। এই পিচে অনেক ক্রিকেট খেলেছি। প্রথম দিনই গতি ও অসমান বাউন্স দেখিনি।’

Leave a Reply