দিনের পর দিন দেশকে সাফল্য এনে দেওয়া ক্রিকেটারদের হয়তো কিছু কিছু প্রত্যাশা থাকে। যেমন- একজন ক্রিকেটার বরাবরই হয়তো আশা করেন, দেশের জার্সিতে তিনি যেন বুক চিতিয়ে শেষ ম্যাচ খেলার সুযোগ পান। কিন্তু ভারতের এমন ৫ তারকা ক্রিকেটার রয়েছেন, যাঁরা বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাননি।