কলকাতা: রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। বিরাট কোহলিরও খেলার কথা। সবটাই এখনও যদি-কিন্তুতে আটকে। বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার কোনও বার্তা এখনও পাওয়া যায়নি। বিশ্বকাপের প্রস্তুতির সুযোগ বলতে, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্সও নির্ভর করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ে। পরিস্থিতি যাই হোক বিরাট কোহলি, রোহিত শর্মাকে বিশ্বকাপের টিমে চাইছেন ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আজই হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হবে। আফগানদের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার কথা রোহিত শর্মার। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। সে কারণে টি-টোয়েন্টিতে বিরাট-রোহিতের থাকা নিশ্চিত নয়। বিশ্বকাপ প্রসঙ্গে দেশের প্রাক্তন অধিনায়ক বলছেন, ‘আমাকে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করে, ওদের ফিল্ডিং। রোহিত ও বিরাট এখনও দুর্দান্ত ফিল্ডার। যেটা বিশ্বকাপে ভারতকে অনেক বেশি সাহায্য করবে। এ ছাড়া ওদের মতো দুই সিনিয়র ক্রিকেটার থাকলে মাঠের বাইরেও পরিকল্পনা গড়তে সাহায্য করবে বিরাট-রোহিত।’
অনেক ক্ষেত্রেই বয়সের কারণে বাদ দেওয়া হয়। মহেন্দ্র সিং ধোনি কিন্তু এখনও আইপিএল খেলে চলেছেন। তার কারণ ফিটনেস। বিরাট-রোহিতও ৩৫-৩৬ বছরের হলেও তাদের ফিটনেসের প্রশংসায় সুনীল গাভাসকর। বলছেন, ‘কারও বয়স ৩৫-৩৬ হয়ে গেলে ফিল্ডিংও মন্থর হয়ে যায়। থ্রো ভালো থাকে না। সে সব প্লেয়ারদের কোথায় ফিল্ডিংয়ে দাঁড় করানো উচিত এ নিয়েও আলোচনা শুরু হয়ে যায়। এই দু-জনের জন্য সেই সমস্যাটা নেই। ওরা এখনও দুর্দান্ত ফিল্ডার।’
এই খবরটিও পড়ুন
জুন মাসে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত এক বছরে রোহিতের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি টিমকে মূলত নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে এ বার মুম্বই ইন্ডিয়ান্সকেও নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। রোহিত নেতৃত্ব না দিলেও বিশ্বকাপে তাঁর থাকা জরুরি বলে মনে করেন সুনীল গাভাসকর।