তিতাসই ‘আশা-আশঙ্কা’ শিবিরে, জিতলেই সিরিজ ভারতের


মুম্বই: এমন একটা শুরু যেন ভারতীয় ক্রিকেট প্রেমীরাও প্রত্যাশা করেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতলেও ওয়ান ডে সিরিজে ক্লিন সুইপ হয়েছে ভারত। শুধু তাই নয়, ডিসেম্বরের শুরুতে ইংল্যান্ডের কাছেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। সাদা বলের ক্রিকেটে পরপর এমন হতাশার পারফরম্যান্স প্রবল চাপে রেখেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সব বাধা পেরিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ১-০ ব্যবধানে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে।

সাদা বলের ক্রিকেটে একরাশ হতাশার পর জয়ের স্বাদ পেয়েছে ভারত। গত ম্যাচে সব দিক থেকেই নিখুঁত ক্রিকেটে খেলেছেন হরমনপ্রীতরা। টস জিতে ফিল্ডিং, টিম কম্বিনেশনে চমক ছিলেন তিতাস সাধু। অস্ট্রেলিয়া স্পিনের জন্য জোরালো প্রস্তুতি সেরেছিল। কিন্তু তৃতীয় পেসার হিসেবে তিতাস সাধুর অন্তর্ভূক্তি তাদের সিলেবাসের বাইরের প্রশ্ন। যার কোনও জবাব ছিল না। প্রথম স্পেলে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিতাস। সব মিলিয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট। জয়ের মঞ্চ গড়ে দেন তিতাসই। ২০২০ সালের পর প্রথম বার টি-টোয়েন্টিতে অলআউট হয় অস্ট্রেলিয়া!

একদিকে যেমন তিতাসই আশা, তেমনই আশঙ্কাও। এত ভালো পারফরম্যান্সে আত্মতুষ্টি ঘিরে ধরবে না তো বাংলার এই তরুণ পেসারকে? গত ম্যাচে প্রথমে বোলিং করার সুযোগ ছিল। যদি টস হারে ভারত! দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে ব্যাটারদের জন্য কিছুটা হলেও বাড়তি সুবিধা থাকবে। ভারতীয় শিবির এতকিছু ভাবতে নারাজ। তিতাসের বিধ্বংসী বোলিং, স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার ব্যাট হাতে আতশবাজির চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ফিল্ডিং। নিখুঁত একটা জয়ের স্বাদ পাওয়ার পর, কেই বা পিছু হঠতে চায়!

এই খবরটিও পড়ুন

ভারত বনাম অস্ট্রেলিয়া, সন্ধে ৭টা, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার

Leave a Reply