ঈশান কিষাণ কি মানসিক অবসাদে ভুগছেন? উঠছে প্রশ্ন…


দীর্ঘ কয়েক দিন ধরে জল্পনা চলছিল, আফগানিস্তান সিরিজ এগিয়ে এলেও দল ঘোষণায় এত দেরি কেন! অবশেষে রবিবার সন্ধ্যায় আফগান সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। তাতে নানা চমক রয়েছে। মূল আকর্ষণ অবশ্যই রোহিত শর্মার নেতৃত্বে ফেরা। স্কোয়াডে রয়েছেন বিরাট কোহলিও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দেশের জার্সিতে এই ফর্ম্যাটে খেলেননি রোহিত-বিরাট। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছিল, এই জুটি কি টি-টোয়েন্টিতে ‘প্রাক্তন’ হয়ে গেলেন? আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত ক্যাপ্টেন এবং বিরাট ফেরায় পরিকল্পনা অনেকটাই পরিষ্কার হচ্ছে। কিন্তু নতুন প্রশ্নও উঠছে। ঈশান কিষাণের কী হল! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন ঈশান কিষাণ। ডেঙ্গির কারণে বিশ্বকাপে প্রথম দু-ম্যাচে খেলতে পারেননি শুভমন গিল। খেলানো হয়েছিল ঈশানকে। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নজর কেড়েছিলেন ঈশান। শুভমন ফিরতেই জায়গা ছাড়তে হয়। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন ঈশান। হাতে গোনা সুযোগ পেয়েছেন। বিশ্বকাপের আগে এশিয়া কাপেও একই পরিস্থিতি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায়ও সে ভাবে সুযোগ পাননি। তবে টেস্টে তাঁর খেলার সম্ভাবনা ছিল প্রবল। হঠাৎই টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ান ঈশান কিষাণ। ব্যক্তিগত কারণ, এমনই জানানো হয়েছিল বোর্ডের তরফে। তাঁর পারফরম্যান্স নিয়ে কিন্তু প্রশ্ন ওঠেনি।

গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ঈশান কিষাণ, জীতেশ শর্মা এই দুই কিপার ব্যাটারই নিয়মিত দলে জায়গা পাচ্ছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ঈশান কিষাণ না থাকায় প্রশ্ন উঠছে, তাহলে কি মানসিক অবসাদে ভুগছেন? সে কারণেই কি তাঁকে দলে রাখা হয়নি! আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র তিন ম্যাচ। স্কোয়াডে দুই কিপার রয়েছেন জীতেশ শর্মা ও সঞ্জু স্যামসন। অভিজ্ঞ সঞ্জু আদৌ কতটা সুযোগ পাবেন বলা কঠিন। ট্রেন্ড ধরলে বলা যায়, জীতেশ শর্মাকেই খেলানো হবে। ঈশান কি এমন কোনও বার্তা পেয়েছেন, যাতে জাতীয় দল থেকে দূরে সরিয়ে রাখছেন নিজেকে! চোট থাকলে বোর্ড তা জানিয়ে দেয়। হার্দিক, সূর্য, ঋতুরাজের না থাকা প্রসঙ্গে জানানো হয়েছে। ঈশানের বিষয়ে ধোঁয়াশা থাকছেই।

এই খবরটিও পড়ুন

আফগান সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার

Leave a Reply