মাঠে নামার আগেই বড় ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে নেই সামি


মাঠে নামার আগেই বড় ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে নেই সামিImage Credit source: X

নয়াদিল্লি: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ঘরের মাঠে ৫ টেস্টের সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রোটিয়াদের ঘরের মাঠে টেস্ট সিরিজ ১-১ করে এসেছে রোহিত শর্মার টিম। কেপটাউনে লজ্জার রেকর্ড করলেও টেস্ট জিতে সম্মান রক্ষা হয়েছে ভারতের। ঘরের মাঠে ইংলিশ টিমের বিরুদ্ধে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ভালো জায়গায় থাকতে চান রোহিত। কিন্তু মাঠের নামার আগেই বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ছিটকে গেলেন বাংলার পেসার। ২৫ জানুয়ারি শুরু হচ্ছে টেস্ট সিরিজ। মহম্মদ সামিকে (Mohammed Shami) প্রথম দুটো টেস্টে পাওয়া যাবে না। বাকি সিরিজে কী হবে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে বল হাতে টিমকে টেনেছেন দুই পেসার। বাংলার আর এক পেসার মুকেশ কুমারও সাফল্য পেয়েছেন। সামি খেলতে না পারলে মুকেশই হবেন তাঁর বিকল্প। বিশ্বকাপের পর আর দেশের খেলতে দেখা যায়নি সামিকে। ইঞ্জেকশন নিয়ে টানা খেলেছেন বিশ্বকাপে। গোড়ালির চোট যে কারণে বেড়ে গিয়েছে। বোর্ডের মেডিকেল টিম তাঁকে খেলার ছাড়পত্র দেয়নি। আপাতত তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিতে হবে। সেখানে ফিটনেস পরীক্ষায় পাস করলে টিমের সঙ্গে যোগ দেবেন। সামির চোট থাকলেও পাঁচ টেস্টের সিরিজ বলেই ভারতীয় টিমে রাখা হয়েছে তাঁকে।

এই খবরটিও পড়ুন

বোর্ডের একটি সূত্র বলছেন, ‘সামি নেটে বোলিং শুরু করেনি। ওকে এনসিতে গিয়ে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। যে কারণে প্রথম দুটো টেস্টে সামি অনিশ্চিত।’ অনিশ্চয়তা থাকলেও সামিকে পরের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলতে দেখা যাবে, এমনই বলছেন কেউ কেউ। বুমরা ও সিরাজ শুরুর দিকে টিমের দায়িত্ব নিতে পারবেন। কারণ ঘরের মাঠে ২ পেসার রেখেই খেলতে নামবে ভারতীয় টিম। স্পিনারদের উপরেই থাকবে টিমকে টানার বাড়তি দায়িত্ব।

Leave a Reply