কলকাতা: ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট টি-২০ (T20) যত দিন যাচ্ছে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছে। টেস্ট ক্রিকেট দেখতে অভ্যস্ত ক্রিকেট প্রেমীরা প্রথমে মানিয়ে নেন ওডিআই ক্রিকেটের সঙ্গে। তারপর ২২ গজে প্রবেশ হয় টি-২০ ক্রিকেটের। এই টি-২০ ক্রিকেট এতটাই মুচমুচে ফর্ম্যাটের যে সকল ক্রিকেট প্রেমী তারিয়ে তারিয়ে উপভোগ করেন। আর এই ক্রিকেট জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, কম সময়ে ম্যাচ ফিনিশ। একটা টি-২০ ম্যাচ দেখে অনেক ক্রিকেট প্রেমীরা ঠিক যেন বলেন, ‘পয়সা উসুল’। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে রাহুল দ্রাবিড়-সহ একাধিক ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁরা টি-২০ ফর্ম্যাটে ডেবিউ ম্যাচ খেলার পর আর দেশের হয়ে কোনও টি-২০ ম্যাচ খেলেননি।
এক ঝলকে দেখে নিন কোন ভারতীয় ক্রিকেটাররা ডেবিউয়ের পর আর ভারতের হয়ে টি-২০ ম্যাচ খেলেননি—
- সচিন তেন্ডুলকর – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০৬ সালে টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। সেই ম্যাচে তিনি ১২ বলে ১০ রান করেছিলেন। এবং ২.৩ ওভার বল করে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছিলেন।
- রাহুল দ্রাবিড় – ভারতীয় টিমে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১১ সালে টি-২০ ফর্ম্যাটে ডেবিউ হয়েছিল রাহুল দ্রাবিড়ের। তিনি সেই ম্যাচে ২১ বলে ৩১ রান করেছিলেন।
- দীনেশ মোঙ্গিয়া – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০৬ সালে দীনেশ মোঙ্গিয়ার টি-২০ অভিষেক হয়েছিল। সেই ম্যাচে তিনি ৪৫ বলে ৩৮ রান করেছিলেন।
- মুরলী কার্তিক – ভারতের জার্সিতে ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ অভিষেক হয়েছিল মুরলী কার্তিকের। সেই ম্যাচে ৪ ওভার বল করে ২৭ রান দিয়েছিলেন মুরলী কার্তিক। কিন্তু কোনও উইকেট পাননি।
- ঋষি ধাওয়ান – ভারতের জার্সিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ঋষি ধাওয়ানের ডেবিউ হয়েছিল ২০১৬ সালে। সেই ম্যাচে তিনি ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন। এবং ২ বল খেলে করেছিলেন ১* রান।
- পারভেজ রসুল – টিম ইন্ডিয়ার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ সালে টি-২০ ক্রিকেটে ডেবিউ হয় পারভেজ রসুলের। সেই ম্যাচে ৬ বলে ৫ রান করেছিলেন। এবং ৪ ওভার হাত ঘুরিয়ে ৩২ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন।
- সুব্রমণিয়াম বদ্রীনাথ – টিম ইন্ডিয়ার হয়ে সুব্রমণিয়াম বদ্রীনাথের টি-২০ ডেবিউ হয়েছিল ২০১১ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে তিনি ৩৭ বলে ৪৩ রান করেছিলেন।
- করণ শর্মা – ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে অভিষেক হয়েছিল করণ শর্মার। ডেবিউ ম্যাচে তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন।
- শ্রীনাথ অরবিন্দ – ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জার্সিতে টি-২০ অভিষেক হয়েছিল শ্রীনাথ অরবিন্দের। সেই ম্যাচে তিনি ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ৪৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছিলেন।
- পবন নেগি – ২০১৬ সালে ভারতের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে প্রথম ম্যাচ খেলেছিলেন পবন নেগি। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সেই ম্যাচে তিনি ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন।