আফগানদের বিরুদ্ধে মোহালিতে শূন্যে ফিরেও ইতিহাসের পাতায় রোহিত শর্মা


আফগানদের বিরুদ্ধে মোহালিতে শূন্যে ফিরেও ইতিহাসের পাতায় রোহিত শর্মা

মোহালি: সব সময় কামব্যক নজরকাড়া হয় না। কিন্তু ক্রিকেটাররা সবকিছুর ঊর্ধ্বে রাখেন দলকে। যেমনটা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪২৭ দিন পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু কামব্যাক ম্যাচে হিটম্যানের ব্যাট হিট হওয়ার আগেই শেষ। মাত্র ২টো বল খেলেছিলেন রোহিত। তারপরই রান আউট। দলের ওপেনার শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন রোহিত শর্মা। শুরুতেই ক্যাপ্টেন রোহিতের উইকেট হারালেও আফগানদের বিরুদ্ধে ম্যাচ জিততে ভারতের খুব একটা অসুবিধে হয়নি। ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লু। নিজে রান না পেলেও, দলের এই জয়ের ফলে ইতিহাসের পাতায় নাম উঠল রোহিত শর্মার।

মোহালিতে কোন রেকর্ড গড়লেন রোহিত শর্মা?

এই খবরটিও পড়ুন

প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের ড্যানি ওয়াট ১১১টি টি-২০ ম্যাচ জিতেছিলেন। এবং অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলিও ১০০টি টি-২০ ম্যাচ জিতেছেন। এই রেকর্ড এর আগে কোনও পুরুষ ক্রিকেটারের ছিল না।

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় প্রথম পাঁচে কারা —

  • রোহিত শর্মা – ১০০
  • শোয়েব মালিক – ৮৬
  • বিরাট কোহলি – ৭৩
  • মহম্মদ হাফিজ – ৭০
  • মহম্মদ নবি – ৭০

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর দেশের জার্সিতে কুড়ি-বিশের ফর্ম্যাটে ফিরলেন রোহিত শর্মা। নিজে রান না পেলেও দল জিতেছে। তাতে খুশি রোহিত। অবশ্য গিলের সঙ্গে ওপেনিংয়ে নেমে বোঝাপড়া ঠিক ঠাক না হওয়ায় রোহিত যখন রান আউট হয়েছিলেন, তখন দেখা যায় তিনি মেজাজ হারিয়েছিলেন। কিন্তু ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় তাঁকে রান আউট হওয়া নিয়ে প্রশ্ন করা হলে রোহিত জানান, ক্রিকেটে এমন রান আউট প্রায়শই হয়। কিন্তু দল জেতাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।



Leave a Reply