জেমস বন্ড নাকি এথান হান্ট? হেলিকপ্টার থেকে বাইশগজে নামবেন ওয়ার্নার!


সিডনি: সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। কেরিয়ারের শেষ টেস্টে নামার আগে ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসরের কথা জানান। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রয়োজন পড়লে ফেরার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। সেসবই পরের বিষয়। আপাতত আলোচনায় ডেভিড ওয়ার্নারের হেলিকপ্টার ল্যান্ডিং। ঠিক যেন সিনেমার মতো। ০০৭ জেমস বন্ড কিংবা মিশন ইমপসিবলের এথান হান্ট! ভারতীয় সিনেমাতেও নায়ক হেলিকপ্টার থেকে নামছেন, এই দৃশ্য পরিচিত। এ বার ডেভিড ওয়ার্নারকে দেখা যাবে এমন ভাবেই! যে মাঠে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই হেলিকপ্টার থেকে নামবেন ডেভিড ওয়ার্নার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী কাল বিগ ব্যাশের ম্যাচে মুখোমুখি হতে চলেছে সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে এই ম্যাচ। খেলবেন ডেভিড ওয়ার্নার। কিন্তু পারিবারিক কারণে ম্যাচের আগে পৌঁছতে পারবেন তিনি। ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে সরাসরি মাঠে আসবেন ওয়ার্নার। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, এসসিজির পাশেই আলিয়াঞ্জ স্টেডিয়ামে ল্য়ান্ড করবে ওয়ার্নারের হেলিকপ্টার। পরিকল্পনা বদল হয়। বিদায়ি টেস্টে মাঠের যে জায়গায় ওয়ার্নারকে সম্মান জানিয়ে ‘থ্যাঙ্কস ডেভ’ লেখা হয়েছিল, সেখানেই ল্যান্ড করবে হেলিকপ্টার।

এই খবরটিও পড়ুন

বিগ ব্যাশে ফের ওয়ার্নারকে দেখার জন্য মুখিয়ে অজি ক্রিকেট প্রেমীরা। স্বাভাবিক ভাবেই স্টেডিয়াম হাউসফুল থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। ওয়ার্নারের গেলিকপ্টার রাইড নিয়ে অবশ্য একটু চিন্তাও রয়েছে। স্থানীয় সময় ৭টায় ম্যাচ (ভারতীয় সময় দুপুর পৌনে ২টো নাগাদ)। স্থানীয় সময় ৫টা নাগাদ মাঠে পৌঁছনোর কথা ওয়ার্নারের। হান্টার ভ্যালিতে বিয়ের অনুষ্ঠান। এরপর সেসনক এয়ারপোর্টে যাবেন ওয়ার্নার। আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে সঠিক সময়ের পৌঁছনো নিয়ে সমস্যা নেই। সেই প্রত্যাশাই করছেন ক্রিকেট প্রেমীরা।

Leave a Reply