গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্ম্যাটে দেশের জার্সিতে ফিরলেন রোহিত শর্মা। টস জেতায় স্বস্তিতে ছিলেন। টি-টোয়েন্টিতে টানা টস হারছিল ভারত। রোহিত অবশ্য নন। তিনি ফিরলেন, টসও জিতলেন। ব্যাট হাতে যে বড় হতাশা অপেক্ষা করছিল, কে জানত! টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় ভারত। একাদশে নানা চমক। শেষ মুহূর্তে ছিটকে যান যশস্বী জয়সওয়াল। ম্যাচের আগের দিন রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছিলেন, রোহিতের ওপেনিং সঙ্গী হবেন যশস্বী। একাদশে জায়গা হয়নি সঞ্জু স্যামসনেরও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মোহালিতে চমক শিবম দুবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে ছিলেন। এক ম্যাচেও সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডেই জায়গা হয়নি। আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ ব্যাটে-বলে দারুণ ভাবে কাজে লাগালেন। সাদা বলের ক্রিকেটে প্রথম বার দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারত-আফগানিস্তান। ব্যাটিংয়ে মরিয়া লড়াই দেখা গেল ৩৯ বছরের মহম্মদ নবির। রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লা ওমরজাইরা ভালো শুরু করলেও বড় রান করতে ব্যর্থ। মহম্মদ নবির ২৭ বলে ৪২ রানের সৌজন্যে ভারতকে ১৫৯ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান।
প্রত্যাবর্তন সুখকর হল না ব্যাটার রোহিত শর্মার। রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হয়ে ফিরলেন। বল ঠেলে রানের জন্য দৌড়েছিলেন। ক্যাপ্টেনের ডাকে সাড়া না দিয়ে বল দেখছিলেন শুভমন গিল। রোহিত ততক্ষণে নন স্ট্রাইকার প্রান্তে পৌঁছে গিয়েছেন। শুভমনের ভুলে রান আউট হয়ে ফিরতেই মেজাজ হারান রোহিত। শুভমন ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। শিবম দুবে দুর্দান্ত জুটি গড়েন। তিলক ক্যামিও ইনিংস খেলে ফেরার পর শিবমের সঙ্গে জুটি বাঁধেন জীতেশ শর্মা। ক্যামিও ইনিংস খেলে তিনি আউট হলেও রিঙ্কুর অপেক্ষায় ছিল মোহালি।
বল হাতে যেমন নজর কেড়েছেন, তেমনই ব্যাট হাতেও অনবদ্য শিবম দুবে। ৪০ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস শিবম দুবের। রিঙ্কু মাত্র ৯ বলে ১৬ রান করেন। ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।