শীতল দেবী তাঁর বুকে, দাঁত এবং পা দিয়ে চেপে তিরন্দাজি করতেন। জন্ম থেকে হাত না থাকায়, তাঁর পায়ে বেশি শক্তি ছিল। পরবর্তীতে তিনি বেঙ্গালুরুতে গিয়ে প্রীতি রাইয়ের সঙ্গে দেখা করেন এবং একটি স্পোর্টস এনজিওর সহায়তায় তিরন্দাজিতে আরও পারদর্শী হয়ে ওঠেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)