যোগা আর মেডিটেশন চলছে, বিতর্ক মিটিয়ে ধরা দিলেন ঈশান


যোগা, মেডিটেশনে মগ্ন ঈশান কিষাণ।

কলকাতা: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাকি বাদ পড়েছেন ভারতীয় টিম থেকে। এমনও বলা হচ্ছে, উইকেটকিপার-ব্যাটারকে রঞ্জি খেলতে বলা হয়েছে। কিন্তু ঝাড়খণ্ডের টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছে, তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। গত কয়েক দিন ধরে ঈশান কিষাণই আলোচনায়। সত্যিই কি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়েছেন টিম থেকে? নাকি, মানসিক কারণে বিরতি নিতে চেয়েছিলেন। যখন ধোঁয়াশা বাড়ছে তাঁকে ঘিরে, তখনই অন্য রূপে ধরা দিলেন ঈশান (Ishan Kishan)। আপাতত যোগা করছেন তিনি। মনঃসংযোগ বাড়ানোর জন্য মেডিটেশনও করছেন।

ক্রিকেট থেকে আপাতত দূরে থাকতে চাইছেন ঈশান। শুক্রবার একটা ভিডিয়ো পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার। যাতে দেখা যাচ্ছে, মেডিটেশন করার পাশাপাশি দৌড়তেও দেখা যাচ্ছে তাঁকে। নিজেকে শারীরিক ও মানসিক ভাবে ফিট রাখার কাজ শুরু করে দিয়েছেন। ঈশানকে ঘিরে তাও প্রশ্নের শেষ নেই। ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড় কিন্তু তাঁকে ঘিরে যে প্রশ্ন রয়েছে, তা মিটিয়ে দিয়েছেন। বলে দিয়েছেন, ‘ওকে ঘিরে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনও কারণ নেই। আমরা সে সব নিয়ে আলোচনাও করিনি। অন্তত আমি নির্বাচকদের সঙ্গে আলোচনা করার সময় এ সব ছিল না।’

ভারতীয় টিমের সঙ্গে দীর্ঘদিন রয়েছেন ঈশান। কিন্তু খেলার সুযোগ পাননি। টিমের সঙ্গে কার্যত ঘুরেই বেড়াতে হয়েছে তাঁকে। যা তাঁকে মানসিক ভাবে ক্লান্ত করে তুলেছে। সেই কারণেই বোর্ডের কাছে অনুমতি চেয়েছিলেন, যেন তাঁকে ছুটি দেওয়া হয়। দুবাইতে পার্টি করতেও দেখা গিয়েছে ঈশানকে। যার পর আরও বেশি প্রশ্ন উঠছিল। দ্রাবিড় কিন্তু বলছেন, ‘ঈশান আফগানিস্তান সিরিজ খেলতে চায়নি। ও ছুটির জন্য আবেদন করেছিল। সেটা মেনে নেওয়া হয়েছিল। এখনও ওকে পাওয়া যাবে না। ও ছুটি কাটিয়ে ফিরলে নিশ্চিত ভাবে ঘরোয়া ক্রিকেট খেলবে। আবার ভারতীয় ফেরার জন্য তৈরি করবে নিজেকে। এটাই ঘটনা।’



Leave a Reply