অ্যানিম্যালে মুগ্ধ যুবি, রণবীরকেই চান বায়োপিকে
কলকাতা: তিনি ফাইটার। তিনি বিশ্বজয়ী। তাঁর বায়োপিক হওয়া অস্বাভাবিক কিছু নয়। অনেক দিন আগেই তাঁর বায়োপিক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। কথা হচ্ছে ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে (Yuvraj Singh) নিয়ে। এক সময় করণ জোহর ভারতের বিশ্বজয়ী অলরাউন্ডারের বায়োপিক (Biopic) বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু যুবরাজ ও তাঁর মতের অমিল হওয়ার কারণে সেই বায়োপিক আর হয়নি। শনিবার শহরে এসেছেন যুবরাজ সিং। নিজের ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধনের জন্য। সেখানেই ক্যানসারজয়ী যুবরাজ জানিয়েছেন, তাঁর বায়োপিকের জন্য তিনি রণবীর কাপুরকে চান।
সম্প্রতি রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিম্যাল’ দেখেছেন ভারতীয় বিশ্বজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। যে সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছে। তা দেখার পর যুবি জানিয়েছেন, নিজের বায়োপিকে রণবীর কাপুরকেই মূল চরিত্রে দেখতে চান। অবশ্য তিনি একইসঙ্গে জানান এটা পুরোপুরি তাঁর ইচ্ছে, কিন্তু শেষ অবধি পরিচালক যা ঠিক করবেন, সেটাই হবে।
অবশ্য এই প্রথম বার নয়, অতীতেও রণবীর কাপুরকে নিজের বায়োপিকের হিরো হিসেবে দেখতে চেয়েছিলেন যুবরাজ। তা ছাড়া বায়োপিকের জন্য যুবির দ্বিতীয় পছন্দ ছিল হৃতিক রোশন। কিন্তু সেই সময় করণ জোহর চেয়েছিলেন যুবির বায়োপিকে সিদ্ধান্ত চতুর্বেদীকে নিতে। অবশ্য সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এর আগে শোনা গিয়েছিল, যুবরাজ সিংয়ের বায়োপিকের স্বত্ব কিনেছেন আমির খান। কবে যুবরাজের বায়োপিক আসবে তা নিয়ে অবশ্য কিছু জানাননি তিনি। কিন্তু তাঁর অনুরাগীরা এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছেন, নিশ্চয়ই শীঘ্রই আসছে যুবির বায়োপিক।
অতীতে একাধিক ক্রীড়াবিদদের বায়োপিক হয়েছে। তার মধ্যে বিরাট ছাপ ফেলেছিল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘M.S. Dhoni: The Untold Story’। ভারতীয় বক্সার মেরি কমের বায়োপিকও হয়েছিল। কিংবদন্তি ঝুলন গোস্বামীর বায়োপিকও খুব শীঘ্রই আসছে। তাতে মুখ্য চরিত্রে রয়েছেন অনুষ্কা শর্মা।
আপাতত ২২ গজ থেকে দূরে রয়েছেন যুবরাজ সিং। কিন্তু পরবর্তীতে তিনি কোচিংয়ে আসতে চান, এ কথা পরিষ্কার জানিয়েছেন।