‘ওর প্রথম মেসেজ দেখে ভেবেছিলাম ভুয়ো অ্যাকাউন্ট’, জকোভিচের সঙ্গে চ্যাট নিয়ে যা বললেন কোহলি


Virat-Novak: ‘ওর প্রথম মেসেজ দেখে ভেবেছিলাম ভুয়ো অ্যাকাউন্ট’, জকোভিচের সঙ্গে চ্যাট নিয়ে যা বললেন কোহলি

কলকাতা: এক কিংবদন্তির কুর্নিশ আর এক কিংবদন্তিকে। বিরাট কোহলি (Virat Kohli) ২২ গজের রাজা। আর টেনিস দুনিয়ায় রাজত্ব চলে নোভাক জকোভিচের (Novak Djokovic)। এই দুই কিংবদন্তি একে অপরের গুণগ্রাহী। অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে জকোভিচ জানিয়েছিলেন, বিরাট কোহলির সঙ্গে তাঁর কথাবার্তা হয়। কিন্তু তাঁর একটাই আক্ষেপ তাঁদের দেখা হয় না। কোহলিও জানিয়েছেন, জকোভিচের সঙ্গে অনেক দিন ধরেই তাঁর কথা হয়। কিন্তু বিরাট নিজের ইন্সটাগ্রামে জকোভিচের মেসেজ দেখে প্রথমে ভেবেছিলেন, সেটা হয়তো ভুয়ো অ্যাকাউন্ট। পরে অবশ্য বুঝতে পারেন, সেটা জোকারের আসল অ্যাকাউন্ট।

সম্প্রতি সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে নোভাক জকোভিচ তাঁর সঙ্গে বিরাট কোহলির কথাবার্তা নিয়ে জানান। সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘বিরাট কোহলির সঙ্গে আমার কয়েক বছর ধরেই কথা হচ্ছে। ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে। সচিন, বিরাট-সহ অনেক ক্রীড়াবিদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালোও। আমার ও বিরাটের মেসেজে কথা হয়। কিন্তু সামনাসামনি আমাদের কোনওদিন দেখা হয়নি। ও আমার সম্পর্কে যে সব কথা বলে, তা শুনে খুব ভালো লাগে। আমি ওর কেরিয়ার এবং সাফল্যের কদর করি।’

জোকার জানান, তিনি একবারই ভারতে এসেছিলেন। আবার আসতে চান। তাঁর কথায়, ‘আমি একবারই ভারতে গিয়েছিলাম ১০-১১ বছর আগে। খুব ছোট্ট সফর ছিল। নয়াদিল্লিতে একটা প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলাম। ভারতের বিরাট ইতিহাস রয়েছে। একটা অসাধারণ দেশ। সংস্কৃতি এবং ধর্মীয় প্রাচুর্যের দেশ ভারতকে আমি ভালোভাবে বুঝতে চাই। সেখানে আবার যেতে চাই।’

বিরাট কোহলি বর্তমানে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যস্ত। তারই ফাঁকে বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নোভাক জকোভিচের সঙ্গে তাঁর কী ভাবে প্রথম কথা হয়েছিল সেই বিষয়ে জানিয়েছেন। বিরাট বলেন, ‘আমি একবার ইন্সটাগ্রামে ওর প্রোফাইল দেখছিলাম। তারপর আমার কী মনে হয়েছিল, ওকে মেসেজ করতে গিয়েছিলাম। তখন দেখি আমার ডিএমে ওর মেসেজ রয়েছে। আমি তখন ভাবি ও কি সত্যিই আমাকে নিজে থেকে মেসেজ করেছে? নাকি এটা কোনও ফেক প্রোফাইল। আবার ভালোভাবে ওর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটা দেখি। তারপর বুঝতে পারি, না ওটা সঠিক অ্যাকাউন্ট। তারপর আমরা মেসেজের মাধ্যমে একাধিক বার কথাবার্তা বলেছি। ওর এত সাফল্যের জন্য ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম আমি।’

জকোভিচ কয়েকদিন আগে বিরাটকে ৫০তম ওডিআই শতরানের জন্য শুভেচ্ছা জানিয়ে মেসেজও করেছিলেন। এই প্রসঙ্গে বিরাট বলেন, ‘আমি যখন ৫০তম ওডিআই সেঞ্চুরি করেছিলাম, ও আমাকে মেসেজ করেছিল। ওকে আমি অনেক সম্মান করি। ওর ফিটনেস লেভেল অসাধারণ। ওর টেনিস কেরিয়ারে যা প্রাপ্তি তা এক কথায় অসাধারণ।’

দুই কিংবদন্তির কথাবার্তা হলেও কখনও সামনাসামনি দেখা হয়নি। বিরাট জানান, সুযোগ পেলে তিনি জকোভিচের সঙ্গে দেখা করবেন এবং একসঙ্গে কফিও খাবেন। তাঁর কথায়, ‘ও যেখানে খেলে সেখানে যদি আমি যাই বা ও যদি ভারতে আসে তা হলে আমরা নিশ্চয়ই দেখা করব। গল্প করব এবং হয়তো একসঙ্গে কফি খাব।’

সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে নোভাক ও স্মিথ একসঙ্গে টেনিস ও ক্রিকেট খেলেছিলেন। যে ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বিরাট জানান তিনিও সেই ভিডিয়ো দেখেছেন। কোহলির কথায়, ‘আমি ওই ভিডিয়ো ক্লিপ দেখেছি যেখানে নোভাক আর স্মিথ একসঙ্গে একটু ক্রিকেট এবং টেনিস খেলেছে। স্টিভ ভালো রিটার্ন দিয়েছে। আমি টেনিস ম্যাচ লাইভ দেখেছি। চটজলদি রিটার্ন দেওয়া সহজ নয়। তবে নোভাকের সঙ্গে দেখা হলে আমি যে জিনিসটা ওকে শেখাতে পারব, সেটা হল কেমন করে সঠিক ভাবে ব্যাট ধরতে হয়।’

আজ, রবিবার থেকে অস্ট্রেলিয়ান ওপেনে অ্যাকশনে দেখা যাবে নোভাক জকোভিচকে। কোহলি তাঁকে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘নোভাক অস্ট্রেলিয়ান ওপেনের জন্য তোমাকে শুভেচ্ছা জানাই। আমি জানি তুমি এই গ্র্যান্ড স্লামের জন্য তৈরি। বছরের পর বছর ধরে তোমাকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেখছি। আমি আশা করি তুমি ভালো পারফর্ম করবে। অস্ট্রেলিয়ায় তুমি যে ভালোবাসা পাও সেটাও অসাধারণ। আমি নিজেও অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে পছন্দ করি।’



Leave a Reply