‘আমার সাফল্যের কৃতিত্ব মাহি ভাই ও চেন্নাইকে দিতেই হবে’, আফগানদের হারিয়ে অকপট শিবম দুবে


‘আমার সাফল্যের কৃতিত্ব মাহি ভাই ও চেন্নাইকে দিতেই হবে’, আফগানদের হারিয়ে অকপট শিবম দুবেImage Credit source: X

কলকাতা: তরুণ ক্রিকেটারদের তিনি সব সময় পরামর্শ দেন। তাঁর সেই সকল পরামর্শ কাজে লাগিয়ে একাধিক ক্রিকেটার ২২ গজে সফল হয়েছেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজেই ক্রিকেটের আস্ত একটা স্কুল। আর সেই স্কুলে তিনি সকলকেই স্বাগত জানান। মাহির পাঠশালায় একবার পড়ার সুযোগ পেলে, সেই ক্রিকেটার এগিয়ে চলেন অবলীলায়। ভারতের তারকা অলরাউন্ডার শিবম দুবেও (Shivam Dube) রয়েছেন এই তালিকায়। আফগানিস্তানের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে অনবদ্য পারফর্ম করেছেন শিবম দুবে। মোহালিতে প্রথম টি-২০ ম্যাচে তিনি ৬০ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে নিয়েছিলেন একটি উইকেটও। এ বার ইন্দোরে দ্বিতীয় টি-২০তে তিনি ৬৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। সঙ্গে ১টি উইকেটও নিয়েছেন। ম্যাচের শেষে নিজের সাফল্যের নেপথ্যে ধোনির যে অবদান রয়েছে, তা জানাতে ভোলেননি শিবম।

বিস্তারিত আসছে…

Leave a Reply