বাইশ গজে সচিন বনাম যুবরাজ, কবে দেখবেন সেই ম্যাচ?Image Credit source: X
কলকাতা: এক দশকেরও বেশি সময় হয়ে গেল মাস্টার ব্লাস্টার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু আজও তাঁর অনুরাগীরা ‘সচিন… সচিন…’ স্লোগান তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এ বার সেই সুযোগটা পেতে চলেছেন মাস্টার ব্লাস্টারের ফ্যানেরা। আর কয়েকদিনের মধ্যে ২২ গজে আবার ব্যাট হাতে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। তাঁর সঙ্গে দেখা যাবে দেশের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংকেও (Yuvraj Singh)। তাঁর সঙ্গে বললে পুরোটা বলা হয় না। ভালো করে বললে বলতে হয়, সচিনের বিরুদ্ধে খেলতে দেখা যাবে যুবিকে। কিন্তু কোথায়? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
কবে দেখবেন বাইশ গজে সচিন-যুবরাজ দ্বৈরথ?
এই খবরটিও পড়ুন
আসলে ১৮ জানুয়ারি এক প্রদর্শনী ম্যাচ রয়েছে। সেখানেই খেলবেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য সচিন তেন্ডুলকর এবং যুবরাজ সিং। বেঙ্গালুরুর শ্রী কৃষ্ণ ক্রিকেট স্টেডিয়ামে মাস্টার ব্লাস্টার এবং যুবি ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি কাপ’ এর এক প্রদর্শনী ম্যাচে খেলবেন। সেখানে সচিন এবং যুবরাজ একটি করে দলকে নেতৃত্ব দেবেন।
Sachin Tendulkar & Yuvraj Singh will be the captains in #OWOFCup on January 18th at Sai Krishna Cricket Stadium, Bangalore. ????????????
For more updates follow @owofcup ???? pic.twitter.com/FOWnhBL6Wt
— Johns. (@CricCrazyJohns) January 14, 2024
২২ গজে ফেরার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়া সাইট X এ সচিন তেন্ডুলকরের ব্যাটিং অনুশীলনের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তা দেখার পর থেকে তাঁর ভক্তরা আরও বেশি উত্তেজিত হয়ে পড়েছে।
Sachin Tendulkar will be back in action on 18th January in OWOF Cup. ???? pic.twitter.com/PxkfdQeJDK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 15, 2024
এক ঝলকে দেখে নিন সচিন তেন্ডুলকর এবং যুবরাজ সিং যে প্রদর্শনী ম্যাচ খেলবেন তাতে তাঁদের দলে রয়েছেন যে সদস্যরা —
সচিন তেন্ডুলকরের দল – সচিন তেন্ডুলকর, নমন ওঝা, উপুল থারাঙ্গা, অ্যালভিরো পিটারসন, সুব্রমণিয়াম বদ্রীনাথ, ইরফান পাঠান, অশোক দিন্দা, অজন্তা মেন্ডিস, হরভজন সিং, মন্টি পানেসর, আরপি সিং ও ড্যানি মরিসন।
যুবরাজ সিংয়ের দল – যুবরাজ সিং, পার্থিব প্যাটেল, মহম্মদ কাইফ, ড্যারেন ম্যাডি, অলোক কাপালি, রমেশ কালুভিথারানা, ইউসুফ পাঠান, জেসন ক্রেজা, মুথাইয়া মুরলীধরন, মাখায়া এনটিনি, চামিন্ডা ভ্যাস ও ভেঙ্কটেশ প্রসাদ।