প্যারিসের অপেক্ষা বাড়ল, জার্মানির কাছে ভারতের হার দেখলেন ধোনি


প্যারিসের অপেক্ষা বাড়ল, জার্মানির কাছে ভারতের হার দেখলেন ধোনিImage Credit source: PTI

কলকাতা: জার্মানিকে (Germany) হারাতে পারলেই প্যারিস অলিম্পিকের (Paris Olympics) টিকিট পেত ভারতীয় মহিলা হকি টিম। সাডেন ডেথে হেরে গেলেন সবিতা পুনিয়ারা। সেমিফাইনালে নির্ধারিত সময় শেষ হয় ২-২ গোলে। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতের (India) মেয়েরা ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। তার পর জার্মানি ৩-৩ করে। ৫টি করে টাইব্রেকার শটের পর শুরু হয় সাডেন ডেথের খেলা। সেখানে প্রথম সুযোগে দুই দলের কোনও প্লেয়াররা গোল করতে পারেননি। দ্বিতীয় সুযোগে ভারতের সোনিকা গোল করতে ব্যর্থ হন। জার্মানির লিজ়া নলতে গোল করে দলকে জেতান। এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। জার্মানির কাছে ভারতের হার গ্যালারিতে বসে দেখলেন ধোনি। অবশ্য, ভারতের কাছে অলিম্পিক টিকিট জোগাড় করার সুযোগ থাকছে ব্রোঞ্জ পদকের ম্যাচে।

বিস্তারিত আসছে…



Leave a Reply