কলিঙ্গ সুপার কাপের ‘কোয়ার্টার’ ফাইনাল! মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান


কলকাতা: মরসুমের তৃতীয় এবং বছরের প্রথম ডার্বির উত্তেজনায় ফুটছে ভারতীয় ফুটবল। কলিঙ্গ সুপার কাপে একই গ্রুপে দুই ঐতিহ্যশালী দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। এ মরসুমে ডুরান্ড কাপে দুটো ডার্বি হয়েছিল। ডুরান্ডে গ্রুপ পর্বের ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। টানা আটটি ডার্বি হারের পর অবশেষে জয়ের স্বাদ পেয়েছিল লাল-হলুদ শিবির। ডুরান্ড ফাইনালেও মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। বদলা নিয়ে চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন। ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরসুমে এখনও ডার্বি হয়নি। কলিঙ্গ সুপার কাপে গ্রুপ থেকে একটা দল সেমিফাইনালে যাবে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পয়েন্ট এবং গোল পার্থক্য সমান। ডার্বি (Kolkata Derby) ড্র হলে বেশি গোল করার সুবাদে সেমিফাইনালে যাবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, মোহনবাগানের কাছে জয় ছাড়া বিকল্প নেই। কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

Leave a Reply