টানা হারের ধাক্কায় বেসামাল পাকিস্তান, হাফিজকে ছাঁটাইয়ের স্ক্রিপ্ট তৈরি


মহম্মদ হাফিজের চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত পিসিবিরImage Credit source: X

কলকাতা: ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ হারের পর থেকে পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket) সময়টা ভালো কাটছে না। ওডিআই বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় নিয়ে বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। পাক ক্রিকেট টিমের কোচ, ক্যাপ্টেন এবং নির্বাচকও বদলে দেওয়া হয়েছিল বিশ্বকাপের পরই। পুরো খোলনলচে বদলে গিয়েছিল পাক টিমের। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে পাক টিমের অন্দরে চরম ডামাডোল যে চলছে তা স্পষ্ট হয়েছে। এ বার শোনা গিয়েছে পাকিস্তান ক্রিকেট টিমের ডিরেক্টর এবং কোচ মহম্মদ হাফিজের (Mohammad Hafeez) সঙ্গে দলের ক্রিকেটারদের বনিবনা হচ্ছে না। যার ফলে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রক পাক ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছে হাফিজের চুক্তি না বাড়ানোর।

ওডিআই বিশ্বকাপের পর মহম্মদ হাফিজকে পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে পিসিবি মহম্মদ হাফিজের জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি অনুমোদনের জন্য আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রকের কাছে জমা দিয়েছিল। কিন্তু ওই মন্ত্রক স্বল্পমেয়াদী চুক্তি চালিয়ে যাওয়ার সুপারিশ করেছে। কিউয়িদের কাছে টানা ৪টি টি-২০ ম্যাচ হেরেছে পাকিস্তান। এই সিরিজের আর ১টি ম্যাচ বাকি রয়েছে। কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজের পর মহম্মদ হাফিজের চুক্তি শেষ হতে চলেছে। সূত্র বলছে, বর্তমানে পাক ক্রিকেট টিমে এমন পরিস্থিতি তাতে হয়তো আর মহম্মদ হাফিজের সঙ্গে চুক্তি বাড়বে না।

পাক ক্রিকেটের অন্দরের খবর বলছে, ড্রেসিংরুমে হাফিজের লম্বা বক্তৃতা, বিশেষ নিয়মে জেরবার দলের ক্রিকেটাররা। ইতিমধ্যেই পাকিস্তানের তিন বিদেশি কোচ একসঙ্গে ইস্তফা দিয়েছেন। তাঁরা লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করতে চান না। পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিকের পদত্যাগের খবর জানানো হয়েছে। এ বার তিন কোচের পদত্যাগের পর হাফিজকেও সরিয়ে দিতে চলেছে পিসিবি। এই ডামাডোলের মধ্যে এটাই দেখার, কিউয়িদের বিরুদ্ধে সিরিজের নিয়মরক্ষার ম্যাচ পাকিস্তান জিততে পারে কিনা।

এই খবরটিও পড়ুন

Leave a Reply