রোনাল্ডোর একটা ছবি ঘিরে নানা জল্পনা, নতুন ইনিংস!


ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই শিরোনামে থাকা। সেটা মাঠের পারফরম্যান্সের সৌজন্যে হোক কিংবা মাঠের বাইরের কোনও ঘটনায়। ফের এক বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে জল্পনা। তিনি কি অবশেষে বিয়ে করতে চলেছেন? একটা ছবির পর এমন প্রশ্নই উঠছে। কাতার বিশ্বকাপের পরই সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাথমিক ভাবে নানা জল্পনা উঠেছিলেন। তাঁর বান্ধবীকে নিয়ে সৌদিতে সমস্যায় পড়বেন না তো! বান্ধবী জর্জিনা এবং সন্তানদের নিয়েই রিয়াধে পাড়ি দিয়েছিলেন সিআর সেভেন। এ বার জল্পনা, অবশেষে বিয়ে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কয়েক দিন আগেই আল নাসেরের হোম গ্রাউন্ডে হয়েছে এল ক্লাসিকো। প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের খেলা দেখতে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি এবং স্প্যানিশ সংবাদমাধ্যমে তেমনই খবর। মাঠে ঢোকার আগে রোনাল্ডোকে ঘিরে রিয়াল মাদ্রিদ সমর্থকদের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। তাঁর বর্তমান ক্লাবের মাঠে প্রাক্তন টিমের খেলা দেখতে যাবেন না, এও হয় নাকি! সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রিয়াল মাদ্রিদের ৭ নম্বর ভিনিসিয়াস জুনিয়র। প্রথম গোলের পরই রোনাল্ডোর সেই চিরপরিচিত সিউউউউ সেলিব্রেশন করেন ভিনিসিয়াস।

সেই ম্যাচের আগে রোনাল্ডোর একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় রোনাল্ডোর হাতে আঙটি। গাড়িতে বসে সেই সমর্থকদের উদ্দেশে হাত নাড়ার সময় আঙটি নজরে পড়ে। পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি তাঁর বান্ধবী জর্জিনা রডরিগজকে হীরের আঙটি দিয়েছিলেন। তাহলে কি আঙটি বদল হয়েছে! জর্জিনার সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক প্রায় এক দশকের। স্বাভাবিক ভাবেই রোনাল্ডোর এই আঙটি ঘিরে আলোচনা চলছে। তবে বঙড়া প্লাস-এর খবর অনুযায়ী, এই আঙটি নাকি স্বাস্থ্য ঠিক রাখার জন্য!

Leave a Reply