বিশ্বকাপে জায়গা পেতে ওপেনিং ছাড়ছেন? IPLএও হয়তো মিডল অর্ডারেই লোকেশ রাহুল!


KL Rahul: বিশ্বকাপে জায়গা পেতে ওপেনিং ছাড়ছেন? IPLএও হয়তো মিডল অর্ডারেই লোকেশ রাহুল!Image Credit source: X

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করতে যাবেন? শুভমন গিল? নাকি যশস্বী জয়সওয়াল? ডান হাতি গিল কিংবা বাঁ হাতি যশস্বীকে নিয়ে প্রশ্ন নয়। ফর্মে থাকবেন যিনি, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকেই রোহিতের সঙ্গী হিসেবে দেখা যাবে। প্রশ্ন তা হলে কোথায়? ভারতীয় টিমের ব্যাটিং অর্ডারে কোথায় জায়গা পাবেন আর এক তারকা ক্রিকেটার? তিনে ব্যাট করতে আসেন বিরাট কোহলি। পাঁচে, ছয়ে শিবম দুবে এবং রিঙ্কু সিং। সাতে রবীন্দ্র জাডেজা। সেই দিক থেকে দেখলে প্রশ্ন উঠছে, লোকেশ রাহুল (KL Rahul) ভারতের টি-টোয়েন্টি টিমে জায়গা করে নিতে পারবেন তো? এই উত্তর মেলাতেই অন্য ভাবে এ বারের আইপিএল শুরু করতে চাইছেন রাহুল। আবার সূর্যকুমার যাদব টিমে ফিরলে, ব্যাটিং অর্ডার বদলে যাবে।

বিশ্বকাপের আগে আর কোনও টি-টোয়েন্টি ম্যাচ নেই ভারতের। এ বারের আইপিএলই হবে ভারতের দল বাছাইয়ের মঞ্চ। আর সেখানে ভালো পারফর্ম করতে পারবেন যাঁরা, তাঁরাই জায়গা করে নেবেন টিমে। আরও ভালো করে বললে, আইপিএলে যদি কোনও পজিশনে পারফর্ম করতে পারেন, তা হলে সেই জায়গার জন্যই ভাবা হতে পারে তাঁকে। সে দিক থেকে দেখলে ৪ নম্বর জায়গাটা এখনও ফাঁকা। সেখানেই নিজেকে ফিট করাতে চাইছেন রাহুল। আইপিএলে সাধারণত ওপেনই করেছেন এতদিন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাহুলকে চার নম্বর জায়গাটার জন্যই লড়াই করতে হবে। আর তা যদি করতে হয়, তা হলে আইপিএলেও তাঁকে চারেই ব্যাট করতে হবে। এতেই শেষ হচ্ছে না পুরো ব্যাপার। কিপার হিসেবেও মেলে ধরতে হবে নিজেকে। যাতে বিশ্বকাপের দলে নিয়মিত হতে পারেন। চার নম্বরে ব্যাট করার পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়ার মতো প্রাক্তন বলে দিচ্ছেন, ‘ভারতের বিশ্বকাপ টিমে যদি রাহুলকে ঢুকতে হয়, তা হলে চার নম্বরেই খেলতে হবে ওকে।

একঝাঁক তরুণের উত্থান নিশ্চিত ভাবেই সিনিয়রদের কাজ কঠিন করে দিচ্ছে। শুধু তাই নয়, জুনিয়ররা নিজেদের জায়গায় পারফর্মও করছেন। ঋষভ পন্থ যে হেতু এখনও ফিট নন, কিপার হিসেবে রাহুলকেই চাইবে টিম ম্যানেজমেন্ট। যাতে ভারসাম্য ধরে রাখা যায়। যদিও ওয়ান ডে বিশ্বকাপের সময় থেকেই রাহুল মিডল অর্ডারে নিজেকে মেলে ধরার পাশাপাশি কিপিংয়েও ফোকাস করেছেন। ফলে, তাঁর পক্ষে কাজটা কঠিন হবে না। শোনা যাচ্ছে, আইপিএলে লখনউ সুপার জায়েন্টের হয়ে চার নম্বরে ব্যাট করার জন্য ভাবনা-চিন্তা শুরু দিয়েছেন রাহুল।

Leave a Reply