মুম্বই: উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগ সীমাবদ্ধ ছিল মুম্বইয়েই। এ বার আর মুম্বই নয়। মেয়েদের লিগকে ছড়িয়ে দিতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। উদ্বোধনী সংস্করণেই সাফল্যের মুখ দেখেছিল উইমেন্স প্রিমিয়ার লিগ। তবে টুর্নামেন্টের সাফল্য দীর্ঘমেয়াদী করতে হলে দেশের অন্যত্রও ম্যাচ দিতে হবে। বোর্ড সেটাই করল। ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
উইমেন্স প্রিমিয়ার লিগে নতুন মরসুম শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ম্যাচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগ হবে দুটি শহরে। দিল্লি ও বেঙ্গালুরুতে। উদ্বোধনী ম্যাচ চিন্নাস্বামীতে, ফাইনাল হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। নতুন দু-জায়গায় ম্যাচ হওয়ায় উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা। বিশেষ করে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের কাছে বাড়তি উচ্ছ্বাসের বিষয়।
প্রতিযোগিতার ফর্ম্যাটে অবশ্য কোনও বদল থাকছে না। রাউন্ড রবিন ফর্ম্যাটে হবে খেলা। লিগ টেবলে প্রথম স্থানে থাকা দল সরাসরি ফাইনালে যাবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ। জয়ী দল ফাইনালে, পরাজিত দলের অভিযান সেখানেই শেষ। প্রতিটি ম্যাচই হবে সন্ধে ৭.৩০ থেকে।
জেনে নিন পূর্ণ সূচি
- ২৩ ফেব্রুয়ারি- মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, বেঙ্গালুরু
- ২৪ ফেব্রুয়ারি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্স, বেঙ্গালুরু
- ২৫ ফেব্রুয়ারি-গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, বেঙ্গালুরু
- ২৬ ফেব্রুয়ারি-ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস, বেঙ্গালুরু
- ২৭ ফেব্রুয়ারি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট জায়ান্টস, বেঙ্গালুরু
- ২৮ ফেব্রুয়ারি-মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স, বেঙ্গালুরু
- ২৯ ফেব্রুয়ারি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস, বেঙ্গালুরু
- ১ মার্চ- ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টস, বেঙ্গালুরু
- ২ মার্চ-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, বেঙ্গালুরু
- ৩ মার্চ-গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস, বেঙ্গালুরু
- ৪ মার্চ-ইউপি ওয়ারিয়র্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বেঙ্গালুরু
- ৫ মার্চ-দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, নয়াদিল্লি
- ৬ মার্চ-গুজরাট জায়ান্টস বনা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, নয়াদিল্লি
- ৮ মার্চ-দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্স, নয়াদিল্লি
- ৯ মার্চ-মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস, নয়াদিল্লি
- ১০ মার্চ-দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, নয়াদিল্লি
- ১১ মার্চ-গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্স, নয়াদিল্লি
- ১২ মার্চ-মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, নয়াদিল্লি
- ১৩ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টস, নয়াদিল্লি
- ১৫ মার্চ-এলিমিনেটর ম্যাচ, নয়াদিল্লি
- ১৭ মার্চ- ফাইনাল, নয়াদিল্লি