রিঙ্কুর জন্য পরিকল্পনা তৈরি বোর্ডের! তড়িঘড়ি দ্বিতীয় ম্যাচের স্কোয়াডেই সুযোগ


কলকাতা: ভারতীয় ক্রিকেটে এমন উত্থান খুব কমই দেখা যায়। ধাপে ধাপে এগচ্ছেন রিঙ্কু সিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমটাই যেন তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে কেকেআর-কে অভাবনীয় জয় উপহার দেন রিঙ্কু সিং। সেটা যে কোনও ফ্লুক ছিল না আন্তর্জাতিক ক্রিকেটেও বুঝিয়ে দিচ্ছেন। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই ধারাবাহিক পারফর্মার। টি-টোয়েন্টি, ওয়ান ডে অভিষেক হয়েছে। খুব তাড়াতাড়িই কি টেস্ট ক্যাপও উঠবে তাঁর মাথায়? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকা সফরে রিঙ্কু সিংকে ভারত এ দলে যোগ করা হয়। যদিও রিঙ্কুকে খেলানো হয়নি। তাঁকে টেস্ট স্কোয়াডের সঙ্গেই রেখে দেওয়া হয়েছিল। পরিবর্ত ফিল্ডার হিসেবেও নামিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলে সেরা দুই ফিল্ডার নিঃসন্দেহে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা। সেই তালিকায় যোগ হয়েছে রিঙ্কু সিংয়ের নামও। রিঙ্কু যে শুধু সাদা বলেই সাফল্য পেয়েছেন, তা নয়। লাল বলের ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন। বোর্ড তাঁকে নিয়ে বড় কিছুই পরিকল্পনা করছে কি? ইঙ্গিত তেমনই।

ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে তৃতীয় চারদিনের ম্যাচের জন্য রিঙ্কু সিংকে ভারত এ দলে যোগ করা হয়েছিল। হঠাৎই সিদ্ধান্ত বদল। তড়িঘড়ি তাঁকে যোগ করা হল দ্বিতীয় ম্যাচের জন্যই। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন কিং কোহলি। তাঁর পরিবর্ত ঘোষণার কথা থাকলেও এই প্রতিবেদন প্রকাশ অবধি তা হয়নি। কাল থেকেই শুরু ভারত এ ও ইংল্যান্ড এ দলের ম্যাচ। একদিন পরই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু। ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে এই ম্যাচে ভালো পারফর্ম করলে টেস্ট স্কোয়াডেও ডাক আসতে পারে রিঙ্কু সিংয়ের।

এর জন্য অবশ্য তাঁকে চ্যালেঞ্জে ফেলতে পারেন সরফরাজ খান, রজত পাতিদার, সাই সুদর্শনরাও। যদিও ফিল্ডিংয়ের জন্য কিছুটা হলেও এগিয়ে থাকবেন রিঙ্কু। দ্বিতীয়ত, ভারতের মিডল অর্ডার ব্যাটারই প্রয়োজন। সরফরাজ ও রজত পাতিদার এগিয়ে থাকলেও রিঙ্কু সিং বাঁ হাতি হওয়াটাই অ্যাডভান্টেজ।

Leave a Reply