সম্ভাবনা ক্ষীণ, সিরিয়াকে শেষ কামড় দিতে প্রস্তুত ভারত


আল খোর: এএফসি এশিয়ান কাপের নকআউট প্রচণ্ড জটিল অঙ্ক ভারতের সামনে। রাস্তা কঠিন হয়েছে প্রথম দু-ম্যাচেই হারে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যাত্রা শুরু হয়েছিল ভারতের। সেটাই ছিল গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ। ফিফা ক্রমতালিকায় ২৫ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করে ভারত। বিশেষ করে বলতে হয় প্রথমার্ধের কথা। যদিও দ্বিতীয়ার্ধের ছোট্ট ভুলে জোড়া গোল। তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ০-২ ব্যবধানে হারে হতাশার কিছু নেই। যদিও গত ম্যাচের পারফরম্যান্স হতাশ করার মতোই। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারতের। কী পরিস্থিতি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার কাছে ০-২ হারের পর উজবেকিস্তান ম্যাচে ০-৩। তুলনামূলক ভাবে উজবেকিস্তান সহজ প্রতিপক্ষ ছিল। অন্তত অস্ট্রেলিয়ার নিরিখে নিশ্চিত করেই বলা যায়। ভারতীয় শিবিরও সেটা খুব ভালো ভাবেই উপলব্ধি পারছে। এখন লক্ষ্য প্রথম দু-ম্যাচের ভুল শুধরে নেওয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ভারতের প্রতিপক্ষ সিরিয়া। ভারতের কাছে অঙ্ক খুবই জটিল। প্রথম কাজ সিরিয়াকে বড় ব্যবধানে হারানো। এরপর অপেক্ষা বাকি গ্রুপের ফলের জন্য। তৃতীয় সেরা হয়ে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা থাকলেও তা খুবই কঠিন।

সিরিয়া ম্যাচের আগে ভারতের অনুশীলনে বেশ কিছু সমর্থক এসেছিলেন। প্রথম দু-ম্যাচেই গ্যালারিতে ভারতের প্রচুর সমর্থন ছিল। শেষ ম্যাচেও প্রত্যাশা তেমনই। তাদের প্রত্যাশাও পূরণ করার লক্ষ্য ভারতীয় দলের। হেড কোচ ইগর স্টিমাচ বলছেন, ‘নিজেদের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করব। নিজেদের ফুটবল দর্শন এবং মানসিকতায় যা পরিবর্তন প্রয়োজন ছিল, প্রস্তুতির মাধ্যমে তা করেছি। ম্যাচ হারাটা বড় বিষয় নয়। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই আসল।’

গত দুই ম্যাচের চেয়ে সিরিয়া তুলনামূলক সহজ প্রতিপক্ষ। ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে সামান্য এগিয়ে সিরিয়া। সুনীল ছেত্রীরা যদি অস্ট্রেলিয়া ম্যাচের মতো পারফর্ম করতে পারেন, ডিফেন্স মজবুত থাকলে, সুযোগ কাজে লাগাতে পারলে সিরিয়াকে হারানো সম্ভব। ব্লু টাইগার্সের নজরে সেটাই।

ভারত বনাম সিরিয়া, বিকেল ৫টা, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং

Leave a Reply