23 Jan 2024 05:26 PM (IST)
IND vs SYR: সুনীলের দুর্বল হেডার
দুর্দান্ত একটা ক্রস। সিরিয়ার ডিফেন্স বুঝতেই পারেনি সুনীল ছেত্রী রয়েছেন। যদিও বলের ফ্লাইট ঠিকঠাক বুঝতে পারেননি সুনীল। হেডার ঠিকঠাক সংযোগ হলে এগিয়ে যেতে পারত ভারত।
23 Jan 2024 05:23 PM (IST)
IND vs SYR: গ্রুপে দু-দলই গোলশূন্য
প্রথম দু-ম্যাচে ভারত পাঁচটি গোল খেয়েছে। গোল দেয়নি একটিও। সিরিয়া ১ গোল খেয়েছে প্রথম দু-ম্যাচে। তারাও কোনও গোল করতে পারেনি।
23 Jan 2024 05:20 PM (IST)
IND vs SYR: গুরপ্রীত চাপ বাড়িয়েছিলেন
জমি ঘেসা শট, কোনওরকমে বাঁচান গুরপ্রীত। বল গ্রিপ করতে পারেননি। আবারও প্রথম ম্যাচের মতো ভুলের খেসারত দিতে হচ্ছিল। বল ক্লিয়ার করেন শুভাশিস।
23 Jan 2024 05:08 PM (IST)
IND vs SYR: ভারতের ইতিবাচক শুরু
গত দু-ম্যাচে হতাশার পর সিরিয়া বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত শুরু ভারতের। সমানে সমানে টক্কর। রেফারির চোখ এড়িয়ে না গেলে শুরুতেই পেনাল্টি পেতে পারত ভারত। ম্যাচের ৭ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল সিরিয়ার। পাবলো সাবাগের হেডার অনবদ্য সেভ গুরপ্রীত সিং সান্ধুর।
23 Jan 2024 05:05 PM (IST)
IND vs SYR: গোলের সুযোগ
ম্যাচের মাত্র ৩ মিনিটেই মনবীরের পাস, নাওরেম মহেশের কাছে দারুণ সুযোগ ছিল। যদিও প্রতিপক্ষর অনবদ্য ডিফেন্সে আটকে গেলেন মহেশ। পেনাল্টির পরিস্থিতি ছিল! রিপ্লে-তে তাই মনে হল।
23 Jan 2024 05:03 PM (IST)
IND vs SYR: শুরুতেই কার্ড
ম্যাচের মাত্র ২ মিনিটেই হলুদ কার্ড ভারতের সাইড ব্যাক রাহুল ভেকের। ভারতীয় ডিফেন্সকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। শুরুতেই কার্ড দেখায় চাপ বাড়ল ভারতের।
23 Jan 2024 04:40 PM (IST)
IND vs SYR: দেখে নিন দু-দলের একাদশ
শুরু থেকে নেই সাহাল আব্দুল সামাদ। দেখে নিন সিরিয়ার বিরুদ্ধে ভারতের শুরুর লাইন আপ-
???? LINE UPS | ???????? SYRIA ???? INDIA ????????
A victory against the Blue Tigers will propel the Qasioun Eagles closer to the knockout stage than ever before.
Who will seize the must-win moment? ????
Watch Live ???? https://t.co/nJZ0pcVqz1#AsianCup2023 | #HayyaAsia | #SYRvIND pic.twitter.com/NwnyXyQ7KX
— #AsianCup2023 (@afcasiancup) January 23, 2024
23 Jan 2024 04:11 PM (IST)
IND vs SYR: ভারত-সিরিয়ার ইতিহাস!
২০০৭ সাল থেকে বেশ কয়েক বার মুখোমুখি হয়েছে ভারত ও সিরিয়া। প্রথম বার নেহরু কাপে মুখোমুখি হয় এই দুই দল। ৬ বারের সাক্ষাতে ভারত ও সিরিয়া দু-বার করে জিতেছে। বাকি দুটি ম্যাচ ড্র। ২০১৯ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে শেষ সাক্ষাতে ১-১ ফল হয়েছিল ভারত-সিরিয়া।
23 Jan 2024 03:48 PM (IST)
IND vs SYR: সিরিয়ার মূল শক্তি কী?
ভারত প্রথম দু-ম্যাচে পাঁচ গোল খেয়েছে। সেখানে সিরিয়া মাত্র ১ গোল হজম করেছে। সিরিয়ার রক্ষণ ভাঙা কঠিন চ্যালেঞ্জ ভারতের সামনে। বিস্তারিত ম্যাচ পড়ুন: সম্ভাবনা ক্ষীণ, সিরিয়াকে শেষ কামড় দিতে প্রস্তুত ভারত
23 Jan 2024 03:32 PM (IST)
IND vs SYR: ম্যাচের আগে সুনীল যা বলেছেন…
সিরিয়ার বিরুদ্ধে ভালো ফল করতে মরিয়া ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। গত দু-ম্যাচের থেকে কী শিখেছেন, জানিয়েছেন ক্যাপ্টেন। বিস্তারিত পড়ুন: সিরিয়ার ফিজিক্যাল ফুটবলের ‘পরিকল্পনা’ তৈরি, জানালেন ক্যাপ্টেন