AFC Asian Cup, IND vs SYR Live Score: ২৫ মিনিট: ভারত-সিরিয়া গোলশূন্য


  • 23 Jan 2024 05:26 PM (IST)

    IND vs SYR: সুনীলের দুর্বল হেডার

    দুর্দান্ত একটা ক্রস। সিরিয়ার ডিফেন্স বুঝতেই পারেনি সুনীল ছেত্রী রয়েছেন। যদিও বলের ফ্লাইট ঠিকঠাক বুঝতে পারেননি সুনীল। হেডার ঠিকঠাক সংযোগ হলে এগিয়ে যেতে পারত ভারত।

  • 23 Jan 2024 05:23 PM (IST)

    IND vs SYR: গ্রুপে দু-দলই গোলশূন্য

    প্রথম দু-ম্যাচে ভারত পাঁচটি গোল খেয়েছে। গোল দেয়নি একটিও। সিরিয়া ১ গোল খেয়েছে প্রথম দু-ম্যাচে। তারাও কোনও গোল করতে পারেনি।

  • 23 Jan 2024 05:20 PM (IST)

    IND vs SYR: গুরপ্রীত চাপ বাড়িয়েছিলেন

    জমি ঘেসা শট, কোনওরকমে বাঁচান গুরপ্রীত। বল গ্রিপ করতে পারেননি। আবারও প্রথম ম্যাচের মতো ভুলের খেসারত দিতে হচ্ছিল। বল ক্লিয়ার করেন শুভাশিস।

  • 23 Jan 2024 05:08 PM (IST)

    IND vs SYR: ভারতের ইতিবাচক শুরু

    গত দু-ম্যাচে হতাশার পর সিরিয়া বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত শুরু ভারতের। সমানে সমানে টক্কর। রেফারির চোখ এড়িয়ে না গেলে শুরুতেই পেনাল্টি পেতে পারত ভারত। ম্যাচের ৭ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল সিরিয়ার। পাবলো সাবাগের হেডার অনবদ্য সেভ গুরপ্রীত সিং সান্ধুর।

  • 23 Jan 2024 05:05 PM (IST)

    IND vs SYR: গোলের সুযোগ

    ম্যাচের মাত্র ৩ মিনিটেই মনবীরের পাস, নাওরেম মহেশের কাছে দারুণ সুযোগ ছিল। যদিও প্রতিপক্ষর অনবদ্য ডিফেন্সে আটকে গেলেন মহেশ। পেনাল্টির পরিস্থিতি ছিল! রিপ্লে-তে তাই মনে হল।

  • 23 Jan 2024 05:03 PM (IST)

    IND vs SYR: শুরুতেই কার্ড

    ম্যাচের মাত্র ২ মিনিটেই হলুদ কার্ড ভারতের সাইড ব্যাক রাহুল ভেকের। ভারতীয় ডিফেন্সকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। শুরুতেই কার্ড দেখায় চাপ বাড়ল ভারতের।

  • 23 Jan 2024 04:40 PM (IST)

    IND vs SYR: দেখে নিন দু-দলের একাদশ

    শুরু থেকে নেই সাহাল আব্দুল সামাদ। দেখে নিন সিরিয়ার বিরুদ্ধে ভারতের শুরুর লাইন আপ-

  • 23 Jan 2024 04:11 PM (IST)

    IND vs SYR: ভারত-সিরিয়ার ইতিহাস!

    ২০০৭ সাল থেকে বেশ কয়েক বার মুখোমুখি হয়েছে ভারত ও সিরিয়া। প্রথম বার নেহরু কাপে মুখোমুখি হয় এই দুই দল। ৬ বারের সাক্ষাতে ভারত ও সিরিয়া দু-বার করে জিতেছে। বাকি দুটি ম্যাচ ড্র। ২০১৯ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে শেষ সাক্ষাতে ১-১ ফল হয়েছিল ভারত-সিরিয়া।

  • 23 Jan 2024 03:48 PM (IST)

    IND vs SYR: সিরিয়ার মূল শক্তি কী?

    ভারত প্রথম দু-ম্যাচে পাঁচ গোল খেয়েছে। সেখানে সিরিয়া মাত্র ১ গোল হজম করেছে। সিরিয়ার রক্ষণ ভাঙা কঠিন চ্যালেঞ্জ ভারতের সামনে। বিস্তারিত ম্যাচ পড়ুন: সম্ভাবনা ক্ষীণ, সিরিয়াকে শেষ কামড় দিতে প্রস্তুত ভারত

  • 23 Jan 2024 03:32 PM (IST)

    IND vs SYR: ম্যাচের আগে সুনীল যা বলেছেন…

    সিরিয়ার বিরুদ্ধে ভালো ফল করতে মরিয়া ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। গত দু-ম্যাচের থেকে কী শিখেছেন, জানিয়েছেন ক্যাপ্টেন। বিস্তারিত পড়ুন: সিরিয়ার ফিজিক্যাল ফুটবলের ‘পরিকল্পনা’ তৈরি, জানালেন ক্যাপ্টেন



  • Leave a Reply