24 Jan 2024 07:32 PM (IST)
EB vs JFC: কার্ড সমস্যা
ইস্টবেঙ্গলে কার্ড সমস্যায় নেই বোরহা। একই কারণে নেই চিমা। ধোঁয়াশা পরিষ্কার হল। বোরহার পরিবর্তে ইস্টবেঙ্গলে শুরু থেকেই বিষ্ণুকে খেলানো হচ্ছে।
24 Jan 2024 07:02 PM (IST)
EB vs JFC: জামশেদপুর এফসিতে চিমা ধোঁয়াশা!
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নেই ড্যানিয়েল চিমা। ম্যাচের আগের দিনও জামশেদপুর এফসি কোচ খালিদ জামিল জানিয়েছিলেন, সকলেই ফিট রয়েছেন। অথচ শুরুর একাদশ দূর অস্ত, রিজার্ভেও নেই চিমার নাম! দেখে নিন জামশেদপুরের লাইন আপ:
#TeamNews: Head Coach, Khalid Jamil names an attacking line-up to face East Bengal with Semboi Haokip, Steve Ambri and Imran Khan leading the forward-line.#JamKeKhelo #KalingaSuperCup #EBFCJFC pic.twitter.com/894Gnt7lFI
— Jamshedpur FC (@JamshedpurFC) January 24, 2024
24 Jan 2024 06:48 PM (IST)
EB vs JFC: ইস্টবেঙ্গলের লাইন আপ
জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের শুরুর একাদশ এবং সম্পূর্ণ লাইন আপ দেখে নিন:
Here’s how we line up for today’s #KalingaSuperCup semi-final ???? Jamshedpur FC. ⤵️#JoyEastBengal #EastBengalFC #EBJFC @batery_ai pic.twitter.com/H61A9ARXER
— East Bengal FC (@eastbengal_fc) January 24, 2024
24 Jan 2024 06:45 PM (IST)
EB vs JFC: ক্লেটন বনাম চিমা?
কলিঙ্গ সুপার কাপে ক্লেটন সিলভা বনাম ড্যানিয়েল চিমা চুকু? ক্লেটন ইতিমধ্যেই চার গোল করেছেন। অন্যদিকে চিমা করেছেন ৩ গোল। ক্লেটন ইস্টবেঙ্গলের বর্তমান। চিমা ইস্টবেঙ্গলের অতীত এবং জামশেদপুর এফসির বর্তমান। ম্যাচের এই দ্বৈরথেও নজর থাকবে।
24 Jan 2024 06:32 PM (IST)
EB vs JFC: মোহনবাগান যা চায়…
সোমবার একটি অনুষ্ঠানে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন তাঁর প্রত্যাশা। ইস্টবেঙ্গল কি পারবে মোহনবাগানেরও প্রত্যাশা পূরণ করতে? বিস্তারিত পড়ুন: ইস্টবেঙ্গলের হাতেই সুপার কাপ দেখতে চাইছে মোহনবাগান
24 Jan 2024 06:26 PM (IST)
EB vs JFC: এই ম্যাচে কী নজরে?
কলিঙ্গ সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি। রইল ম্যাচ প্রিভিউ, বিস্তারিত পড়ুন: সবচেয়ে ‘বড়’ ম্যাচ জিতে সেমিফাইনালের জন্য প্রস্তুত ইস্টবেঙ্গল
24 Jan 2024 06:18 PM (IST)
EB vs JFC: প্রস্তুত ইস্টবেঙ্গল
কলিঙ্গ সুপার কাপ কি এখন ম্যাড়ম্যাড়ে লাগছে? কলকাতা ডার্বির পর এমনটাই হওয়া স্বাভাবিক। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নয়। তাদের কাছে ট্রফি জয়ের হাতছানি। আজ প্রথম ধাপ, সেমিফাইনাল। দুটো ম্যাচ জিতলেই ট্রফি। সেটাই লক্ষ্য কার্লেস কুয়াদ্রাতের দলের।