Virat Kohli: সরকারি চাকরির পরীক্ষায় আবার বিরাটকে নিয়ে প্রশ্ন, উত্তর জানেন?
কলকাতা: বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে তাঁর ভক্তদের আগ্রহের অন্ত নেই। প্রিয় তারকা কখন কী করেন, কোথায় যান, কী খান সবই জানতে চান কিং কোহলির ভক্তরা। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রিয় তারকারা কখন কী করেন, অনেকটাই জানা যায়। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার জন্য নেটিজ়েনরা হুড়োহুড়ি লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যে তারকাদের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে আজ থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচে খেলবেন না। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। তা নিয়ে কম চর্চা হয়নি। এ বার ফের খবরের শিরোনামে কিং কোহলি। অবশ্য কারণটা একটু অন্য। সরকারি চাকরির পরীক্ষায় তাঁকে নিয়ে এসেছে প্রশ্ন। দেখুন তো উত্তর আপনি জানেন কিনা…
বিরাট কোহলিকে নিয়ে একাধিক পরীক্ষায় প্রশ্ন এসেছে অতীতেও। এ বার রাজস্থানের এক সরকারি চাকরির পরীক্ষায় এসেছে বিরাট কোহলিকে ঘিরে একটি প্রশ্ন। সেই প্রশ্নপত্রটির ছবি বিদ্যুৎগতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। বিরাট কোহলিকে নিয়ে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নটির বিকল্প ছিল — ১. বিরাট কোহলি ১৩তম ভারতীয় ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেছেন। ২. ওই মাইলস্টোন পূরণ করতে বিরাট কোহলি ২১০টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ সময় নিয়েছিলেন। উপরিউক্ত বার্তাটির ক্ষেত্রে উত্তর দেওয়ার জন্য চারটি বিকল্প দেওয়া হয়। ১. একমাত্র ১ নম্বর সঠিক, ২. একমাত্র ২ নম্বর সঠিক, ৩. ১ এবং ২ দুটোই ভুল, ৪. ১ এবং ২ দুটোই সঠিক।
RPSC ASKED A QUESTION ON VIRAT KOHLI.. #BCCI #BCCIAWARDS #NamanAwards pic.twitter.com/0lKqbMy91q
— Simple man (@ArbazAh87590755) January 23, 2024
রানমেশিন বিরাট কোহলির ভক্তরা একাধিক উত্তর দিয়েছেন এই প্রশ্নপত্রটির ছবি ভাইরাল হওয়ার পর। কিন্তু সঠিক উত্তর হল ১ নম্বর। কারণ ২০১৮ সালে ওডিআইতে বিরাট কোহলি ১০ হাজার রান পূর্ণ করেছিলেন। আর তা করতে বিরাটের সময় লেগেছিল ২০৫টি ইনিংস।