Ruturaj Gaikwad-Utkarsha Pawar: ভারতের ক্রিকেট দম্পতি, স্বামী মারকুটে ব্যাটার; বল হাতে উইকেট নিচ্ছেন স্ত্রী
কলকাতা: পিচ থেকে বিয়ের পিঁড়ি অবধি গড়িয়েছে তাঁদের পার্টনারশিপ। ভারতের এই ক্রিকেট দম্পতিকে অনেকেই চেনেন। যাঁরা জানেন না, তাঁদের জানিয়ে রাখি কথা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং উৎকর্ষা পাওয়ারকে (Utkarsha Pawar) নিয়ে। ২০২৩ সালের আইপিএলের পর, জুনে সিএসকের তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং মহারাষ্ট্র মহিলা দলের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের বিয়ে হয়েছিল। স্বামী-স্ত্রী দু’জনেরই প্রথম প্রেম ক্রিকেট। উৎকর্ষা বরাবর ঋতুরাজের পাশে দাঁড়িয়েছেন। ঠিক একইভাবে স্ত্রী উৎকর্ষার পাশে সব সময় দেখা গিয়েছে ঋতুরাজকে। ফের স্ত্রীকে উৎসাহিত করলেন ঋতুরাজ।
ভারতের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের স্ত্রী উৎকর্ষা পাওয়ার মহারাষ্ট্রের হয়ে সিনিয়র উইমেন্স ওয়ান ডে ট্রফির সেমিফাইনালে খেলেছেন। উত্তরাখণ্ডের বিরুদ্ধে সেই ম্যাচে অবশ্য জিততে পারেননি উৎকর্ষারা। স্ত্রী উৎকর্ষা উইকেট নেওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন ঋতুরাজ। এবং নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে উৎকর্ষার জন্য এক বার্তা শেয়ার করেন ঋতু। তাতে ছিল উৎকর্ষার একটি ছবি। এবং লেখা, ‘Hi there serious!’ সঙ্গে একটি হৃদয়ের স্টিকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের শেয়ার করা ইন্সটা স্টোরির ছবি।
Ruturaj Gaikwad insta status about his wife Utkarsha ???? pic.twitter.com/b6qvxFwo3G
— Don Cricket ???? (@doncricket_) January 24, 2024
ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে উত্তরাখণ্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন মহারাষ্ট্রের অধিনায়ক দৈবিকা বৈদ্য। প্রথমে ব্যাটিং করে উত্তরাখণ্ড তোলে ৭ উইকেট হারিয়ে ২০১ রান। দ্বিতীয় ওভারে উত্তরাখণ্ডের ওপেনার জইসা আখতারের উইকেট তুলে নেন উৎকর্ষা। ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯৩ রানে অলআউট হয়ে যায় মহারাষ্ট্র। বল হাতে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৯ রান করেন ঋতুরাজের স্ত্রী উৎকর্ষা। শেষ অবধি ৮ রানে এই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে উত্তরাখণ্ডের মেয়েরা।