অস্ট্রেলিয়ান ওপেনে বিরাট অঘটন, জোকারকে হারিয়ে ইতিহাস ২২ বছরের সিনারের
কলকাতা: একেই বলে হাড্ডাহাড্ডি লড়াই। বয়সের ফারাক তাঁদের ১৪ বছরের। রড লেভার এরিনায় অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) মুখোমুখি হয়েছিলেন ইতালির জানিক সিনারের (Jannik Sinner)। জোকার এখনও অবধি ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। সেখানে ইতালির জানিক সিনারের বয়সই ২২। শুধু বয়স নয়, অভিজ্ঞতার দিক থেকেও জানিক সিনারের সিনিয়র জোকার। তাঁকে অজি ওপেনের সেমিতে এক্কেবারে ‘কাঁটে কা টক্কর’ দিলেন সিনার। নোভাক জকোভিচের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলছিল। ১১তম অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের পথে হাঁটছিলেন নোভাক জকোভিচ। কিন্তু সেমিফাইনালে হোঁচট খেলেন। জকোভিচকে হারিয়ে প্রথম ইতালিয়ান টেনিস প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জানিক সিনার।
২৪টা গ্র্যান্ড স্লাম জেতা জোকার এ বারও অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ ছন্দে ছিলেন। আরও একটা খেতাব জয়ের মঞ্চে উঠতে চাইছিলেন। কিন্তু কে জানত জানিক সিনার সেই জোকারের ফাইনালে ওঠার পথে কাঁটা হয়ে দাঁড়াবেন! রড লেভার এরিনায় পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে প্রথম সেটেই অঘটন ঘটান জানিক সিনার। ৬-১ ব্যবধানে প্রথম সেট জেতেন ইতালির তরুণ টেনিস প্লেয়ার। এরপর দ্বিতীয় সেটেও তিনি জোকারকে দাঁড়াতে দেননি। ওই সেট সিনার জেতেন ৬-২ ব্যবধানে। এরপর তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবং তা গড়ায় টাই ব্রেকারে। তা জেতেন জকোভিচ। এরপর চতুর্থ সেটে ফের টানটান লড়াই দেখা যায় দু’জনের। শেষ অবধি জোকারের বিরুদ্ধে ৬-১, ৬-২, ৬-৭ (৬), ৬-৩ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পেলেন সিনার। অস্ট্রেলিয়ান ওপেনে টানান ৩৩ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলেন জকোভিচ।
Bravo, @DjokerNole ????????????
33 consecutive wins at the AO. 10x champion. One of a kind.
Congratulations on an outstanding tournament and Aussie summer ???? pic.twitter.com/e3fhnw3bSD
— #AusOpen (@AustralianOpen) January 26, 2024
পুরুষদের গ্র্যান্ড স্লাম সিঙ্গলসে কেমন পারফর্মার জানিক সিনার?
এর আগে ২০২০ সালে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন জানিক সিনার। তারপর ২০২২ সালে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছিলেন। গত বছর উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন তিনি। আর এ বার পৌঁছলেন অজি ওপেনের ফাইনালে। খেতাব জয় থেকে এক কদম দূরে রয়েছেন সিনার।
Scintillating Sinner ????????????
He achieves the impossible defeating 10x #AusOpen champion Djokovic 6-1 6-2 6-7(6) 6-3.@janniksin • #AO2024 • @wwos • @espn • @eurosport • @wowowtennis@Kia_Worldwide • #Kia • #MakeYourMove pic.twitter.com/X6qFAtegq7
— #AusOpen (@AustralianOpen) January 26, 2024