তন্ময়ের ট্রিপল সেঞ্চুরিতে আর কী কী রেকর্ড হল? দেখে নিন পরিসংখ্যান…


কলকাতা: প্রথম শ্রেনির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তন্ময় আগরওয়াল। হায়দরাবাদের এই ওপেনার প্রথম দিনের শেষে মাত্র ১৬০ বলে ৩২৩ রানে অপরাজিত রয়েছেন। তাঁর এক ইনিংসে এই ম্যাচের প্রথম দিন আরও নানা রেকর্ড হয়েছে। প্রথম দিন মাত্র ৪৮ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় হায়দরাবাদ। ১১.০২ রান রেটে তারা তুলেছে ৫২৯ রান! হায়দরাবাদ বনাম অরুণাচল প্রদেশ ম্যাচের প্রথম দিন আর কী কী রেকর্ড হল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দেখে নিন পরিসংখ্যান…

  1. ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তন্ময় আগরওয়াল। প্রথম শ্রেনির ক্রিকেটে যা দ্রুততম। এই রেকর্ড ছিল মার্কো মারিয়াসের দখলে। বর্ডার টিমের হয়ে ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে ১৯১ বলে এই রেকর্ড গড়েছিলেন মার্কো।
  2. ১৮৩ মিনিট- সময়ের দিক থেকে দ্বিতীয় তন্ময় আগরওয়াল! ডেনিস কম্পটন ১৮১ মিনিটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। তিনি করেছিলেন ২৬১ বলে।
  3. ১১৯ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছন তন্ময়। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেনির ক্রিকেটে এটি দ্রুততম। ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী ১২৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন।
  4. ৩২৩ অপরাজিত-প্রথম দিনের শেষে তন্ময়ের স্কোর। প্রথম শ্রেনির ক্রিকেটে এক দিনে সবচেয়ে বেশি রানের নিরিখে এটি সপ্তম স্থানে! ১৯৯৪ সালে ডারহামের বিরুদ্ধে শেষ দিন ৩৯০ রান করেছিলেন ব্রায়ান লারা।
  5. ২১টি ছয়-ট্রিপল সেঞ্চুরির ইনিংসে ২১টি ছয় মেরেছেন তন্ময় আগরওয়াল। প্রথম শ্রেনির ক্রিকেটে এক ইনিংসে তৃতীয় সর্বাধিক। ২০১৫ সালে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে ২৮১ রানের ইনিংসে ২৩টি ছয় মেরেছিলেন নিউজিল্যান্ডের কলিন মানরো।
  6. ৭০১-হায়দরাবাদ বনাম অরুণাচল প্রদেশ ম্যাচের প্রথম দিন সব মিলিয়ে এত রানই উঠল। প্রথম শ্রেনির ক্রিকেটে একদিনে দ্বিতীয় সর্বাধিক রান এটি। ১৯৪৮ সালে এসেক্স বনাম অস্ট্রেলিয়ান্সের ম্যাচে একদিনে ৭২১ রান উঠেছিল।
  7. ৪৪৯-ওপেনিং জুটিতে এই রান তোলেন তন্ময় আগরওয়াল ও রাহুল সিং। মাত্র ১৫ রানের জন্য রঞ্জি ট্রফিতে আরও একটা রেকর্ড হল না। ওপেনিং জুটিতে রবি সেহগল এবং রমন লাম্বা ৪৬৪ রান করেছিলেন।

Leave a Reply