জয়ের পথে আজ ভারতের কাঁটা বাঁ হাতি পেসার আর্য গর্গ


ব্লুমফন্টেন: যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপের সেমিফাইনালেই বিদায় নিয়েছিল ভারত। সেই বাংলাদেশকে হারিয়ে বদলাতেই বিশ্বকাপ শুরু করেছে। প্রথম ম্যাচে টপ অর্ডার সেই অর্থে ভরসা দিতে পারেনি। তবে দলগত পারফরম্যান্স, বিশেষ করে সৌম্য পান্ডে ও মুশির খানের অনবদ্য বোলিংয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আয়ার্ল্যান্ডকেও হারিয়েছে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বয়স ভিত্তিক ক্রিকেটে কোনও দলকেই শক্তিশালী কিংবা দুর্বল বলা যায় না। বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র যুব দলের মধ্যেও সেই প্রতিভা রয়েছে। এই টুর্নামেন্টে এখনও অবধি ব্যক্তিগত নৈপুণ্যে নজর কেড়েছেন বাঁ হাতি পেসার আর্য গর্গ। তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে। সুইংয়ে নজর কাড়ছেন। তেমনই লাইন লেন্থেও। তাঁর উচ্চতাও অনেকটা। সেটা কাজে লাগিয়ে দুর্দান্ত পারফর্ম করছেন।

ভারত প্রথম দু-ম্যাচেই জিতেছে। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে স্বস্তি দিয়েছে মুশির খানের পারফরম্যান্স। তিন নম্বরে ব্যাট করেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশির। তেমনই বোলিংয়ে নজর কাড়ছেন বাঁ হাতি স্পিনার সৌম্য পান্ডে। ভারত ইতিমধ্যেই টানা দু-ম্যাচ জিতে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের পয়েন্টও সুপার সিক্সে যোগ হবে। সে কারণে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ভারতের নজর জয়ের হ্যাটট্রিকে। বাধা হয়ে দাঁড়াতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাঁ হাতি পেসার আর্য গর্গ।

ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, দুপুর ১.৩০, স্টার স্পোর্টসে সম্প্রচার, ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং

Leave a Reply