লাল-হলুদে ট্রফির স্বাদ দিতে চান কুয়াদ্রাত


East Bengal: লাল-হলুদে ট্রফির স্বাদ দিতে চান কুয়াদ্রাত

ভুবনেশ্বর: হয় এবার, নয় নেভার। ইস্টবেঙ্গল (East Bengal) শিবির জুড়ে যেন এই বার্তা। ১২ বছর হয়ে গেছে, জাতীয় পর্যায়ে ট্রফি জেতেনি ইস্টবেঙ্গল। সুপার সানডেতে লাল-হলুদের সামনে ওড়িশা এফসি (Odisha FC)। গতবারের চ্যাম্পিয়ন দল। এক মাস আগেও এই ওড়িশার বিরুদ্ধে যুবভারতীতে ইস্টবেঙ্গলের লড়াই হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছেছিল। ম্যাচ শেষে কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) আর সের্জিও লোবেরার কথা কাটাকাটিও হয়। সেটা ছিল আইএসএলের ম্যাচ। এবার সুপার কাপ ফাইনাল। ট্রফি জেতার সুযোগ।

হাইভোল্টেজ ফাইনালে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ট্রফির জন্য লড়াই করেছি। অল্পের জন্য ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছে। আমাদের সামনে আবার ট্রফি জেতার সুযোগ এসেছে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই ফাইনাল খেলতে নামব।’

স্প্যানিশ কোচ এও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। শেষ ৯টি ম্যাচে অপরাজিত। কিন্তু ওড়িশাও দারুণ ছন্দে আছে। আমাদের সঙ্গে ড্র করার পর ওরা কিন্তু টানা ৬টা ম্যাচে জিতেছে। তারা শেষ ১৫টি ম্যাচে অপরাজিত। এরমধ্যে ১৩টি জিতেছে। তাই ম্যাচটি আমাদের জন্য বেশ কঠিন হতে চলেছে।’

সুপার কাপে ওড়িশার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের মেগা ফাইনালের আগে রেফারিং প্রসঙ্গে কুয়াদ্রাতের মন্তব্য, ‘রেফারিরাও মানুষ। আশা করি তিনি নিজের কাজটা সঠিকভাবে করবেন। আমি চাইব ফাইনালে দুই দলের কেউই রেফারির বঞ্চনার শিকার যেন না হয়।’

দল প্রসঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাজিশিয়ান বলছেন, ‘দলের সবাই ফিট রয়েছে। তবে প্রথম একাদশে কোনও পরিবর্তন করব কিনা তা ম্যাচের দিনই ভাবব।’

Leave a Reply