সৌরভের ফাইফারে বেসামাল ইংল্যান্ড, সিংহগর্জন থামিয়ে ম্যাচের সেরা সরফরাজ


সৌরভের ফাইফারে বেসামাল ইংল্যান্ড, সিংহগর্জন থামিয়ে ম্যাচের সেরা সরফরাজImage Credit source: X

কলকাতা: একদিকে হায়দরাবাদে চলছে ভারত-ইংল্যান্ড (India vs England) ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। অন্যদিকে আমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সকে হারিয়ে দিলের সরফরাজ খান, সৌরভ কুমাররা। চতুর্থ দিন ভারত-এ টিমের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২টো উইকেট। সেই কাজটা করেন অর্শদীপ সিং এবং যশ দয়াল। সরফরাজ খানের (Sarfaraz Khan) দুরন্ত শতরান এবং সৌরভ কুমারের ফাইফারের সুবাদে ইংল্যান্ড লায়ন্সকে ১৬ রানে হারাল ভারতের এ টিম।

আমেদাবাদে ইংল্যান্ড ও ভারত এ দলের চারদিনের আনঅফিসিয়াল দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড লায়ন্সকে মাত্র ১৫২ রানে অলআউট করে ভারত-এ। তার জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৮৯ রানে। মাত্র ৮৯ বলে সেঞ্চুরি হাঁকান মুম্বইকর সরফরাজ খান। শেষ অবধি ১৬০ বলে ১৬১ রানে থামেন তিনি। ১৮টি চার এবং ৫টি ছক্কা হাঁকান সরফরাজ। সাহেবদের বিরুদ্ধে ১০০.৬২ স্ট্রাইকরেটে বিধ্বংসী ব্যাটিং করেন সরফরাজ।

দ্বিতীয় ইনিংসে রান তুলতে হিমশিম খায় ইংল্যান্ড লায়ন্সরা। সফরকারী দলের হয়ে অলি রবিনসন এবং ব্রেডন কার্সের ১০২ রানের পার্টনারশিপ দলকে খানিকটা অক্সিজেন দেয়। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৯ ওভার বল করে ৫টি মেডেনসহ ১০৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন সৌরভ কুমার।

তৃতীয় দিনের শেষে ৮৪ রানে অপরাজিত ছিলেন অলি রবিনসন। এবং ১৮ রানে অপরাজিত ছিলেন টম লয়েস। জয়ের আশা করছিল ইংল্যান্ড শিবির। কিন্তু চতুর্থ দিন শুরুতেই অর্শদীপ সিং তুলে নেন অলি রবিনসনের উইকেট। ১০৮ বলে ৮৫ করে আউট হন তিনি। রবিনসন ফিরলে ভারত জয়ের আরও কাছে চলে আসে। যশ দয়াল টম লয়েস (৩২) এর শেষ উইকেট তুলে নেন। ইংল্যান্ড থামে ৩২১ রানে। যার ফলে ১৬ রানে এই ম্যাচ জিতল ভারত। ১ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তৃতীয় আনঅফিসিয়াল টেস্ট খেলতে নামবে ভারত-এ টিম।

Leave a Reply