DRS নিতে রাজি হননি রোহিত, পরমুহূর্তেই স্টাম্প ওড়ালেন বুমরা


Jasprit Bumrah: DRS নিতে রাজি হননি রোহিত, পরমুহূর্তেই স্টাম্প ওড়ালেন বুমরাImage Credit source: BCCI

কলকাতা: বুম বুম বুমরা ফের নিজের মেজাজে… ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে ১৭তম ওভারের শেষ বলে এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট তখন ছিলেন ৩৯ রানে। ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই সময় ডিআরএস নেননি। বুমরার সেই ডেলিভারি দেখার পর ভারতীয় উইকেটকিপার ভরত ক্যাপ্টেন রোহিতকে জানিয়েছিলেন রিভিউ নেওয়ার দরকার নেই। যে কারণে রোহিত আম্পায়ারের কাছে ডিআরএসের আবেদন জানাননি। কিন্তু পরবর্তীতে বল ট্র্যাকিংয়ে দেখা যায় সেই ডেলিভারি লেগ স্টাম্প ভেঙে দিতে পারত। অর্থাৎ ডিআরএস নিলে ভারত সফল হত। তা দেখে হতাশ হয়ে পড়েন বুমরা। কিন্তু সেই হতাশা অবশ্য বেশিক্ষণ ছিল না। কারণ, বুমরাই তুলে নেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের (Ben Duckett) উইকেট।

আসলে বেন ডাকেটকে লাগাতার আউট সুইং করছিলেন জসপ্রীত বুমরা। ১৯তম ওভারের পঞ্চম বলে সফল হন বুমরা। বেন ডাকেটকে করা ভারতীয় পেসারের বল কখনও বাইরের দিকে যাচ্ছিল, কখনও স্ট্রেট থাকছিল। অফ স্টাম্পের বাইরে বল করতে করতে বুমরা হঠাৎ একটা বল ভেতরে দেন। তাতেই উড়ে যায় স্টাম্প। ডাকেট ভেবেছিলেন আউটসুইং। বল বাইরের দিকে যাবে। সেই ভেবে খেলেছিলেন। কিন্তু হল উল্টো। ৫২ বলে ৪৭ রান করে মাঠ ছাড়লেন ইংলিশ ওপেনার।

২১তম ওভারে জসপ্রীত বুমরা ফেরান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটকে। এই নিয়ে টেস্টে মোট ৭ বার রুটকে আউট করলেন জসপ্রীত বুমরা। ৬ বলে ২ রান করে মাঠ ছাড়েন রুট। বুমরা আসলে রুটকে পেস দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে গিয়েছেন। কখনও তিনি ১২০ গতিতে ডেলিভারি দিয়েছেন। কখনও আবার তা ১৩০-১৩৫ও গিয়ে দাঁড়ায়। আবার ১২০তে ফেরেন। এই ভাবে এক একটা বল এক একটা গতিতে দিতে দিতে রুটকে কনফিউজ করতে থাকেন বুমরা। এবং শেষমেশ রুটের উইকেট ঝুলিতে ভরে নেন ভারতীয় পেসার।



Leave a Reply