অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে দানিল মেদভেদেভ বনাম জানিক সিনার।
কলকাতা: অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) পেল নতুন চ্যাম্পিয়ন। ইতালির জানিক সিনার (Jannik Sinner) বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। তাঁর সামনে ছিল ইতিহাসের পাতায় নাম তোলার সুযোগ। সেটাই করলেন। রড লেভার এরিনায় পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভ (Daniil Medvedev) ও ইতালির তরুণ তুর্কি জানিক সিনার। তৃতীয় বারের চেষ্টাতেও অধরা মাধুরী লাভ করতে পারলেন না দানিল মেদভেদেভ। আর প্রথম ইতালিয়ান টেনিস প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে জিতে ইতিহাস গড়লেন সিনার।
FORZA ???????? pic.twitter.com/vrWCf7HHGt
— #AusOpen (@AustralianOpen) January 28, 2024
দুটো সেট পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করেন সিনার। আর তাতেই বাজিমাত। এর আগে ২০২১ ও ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন রাশিয়ার টেনিস প্লেয়ার দানিল মেদভেদেভ। কিন্তু খেতাব জেতা হয়নি। ২০২১ সালে তাঁকে মেলবোর্নে হারান নোভাক জকোভিচ। এবং ২০২২ সালে রড লেভার এরিনায় তিনি হারেন রাফায়েল নাদালের কাছে। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। আর সার্বিয়ান টেনিস স্টারকে সেমিফাইনালে হারান জানিক সিনার। সেই সিনার ফাইনালে মেদভেদেভকে হারিয়ে প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বাদ পেলেন।
মেলবোর্নে সিনারের ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ জয়ের মধ্যে দিয়ে একটা নতুন যুগ তৈরি হল। ফাইনালের প্রথম সেট থেকে ম্যাচ মুঠোয় রেখেছিলেন মেদভেদেভ। পরপর দুটো সেট তিনি জেতেন ৬-৩, ৬-৩ ব্যবধানে। প্রথম দুটো সেট ২২ বছরের সিনারকে মাথা তোলার সুযোগই দেননি মেদভেদেভ। অ্যাটাকিং টেনিস খেলে তিনি সিনারকে চাপে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই ছন্দ ধরে রাখতে পারেননি মেদভেদেভ। তৃতীয় সেটে পিছিয়ে পড়েন মেদভেদেভ। একটা সময় চেষ্টা করেছিলেন সমতা ফেরানোর। এরপর হাড্ডাহাড্ডি লড়াই করে তৃতীয় সেটটা সিনার ছিনিয়ে নেন ৬-৪ ব্যবধানে। চতুর্থ সেটে হয় ঠিক তৃতীয় সেটের পুনরাবৃত্তি। এরপর পঞ্চম সেটটা সিনার জেতেন ৬-৩ ব্য়বধানে। সেই সঙ্গে লিখে ফেললেন মহাকাব্য।
Sublime from Sinner ????
The Italian ???????? clinches his maiden Grand Slam title ????
He triumphs in five hardfought sets 3-6 3-6 6-4 6-4 6-3 to win #AO2024. @janniksin • @wwos • @espn • @eurosport • @wowowtennis pic.twitter.com/DTCIqWoUoR
— #AusOpen (@AustralianOpen) January 28, 2024
যে ছেলে নোভাক জকোভিচের মতো তারকাকে হারায় তাঁর মধ্যে যে এগিয়ে যাওয়ার মশলা রয়েছে, তা আগেই টের পেয়েছিল টেনিস বিশ্ব। এ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতে জানিক সিনার তা আরও ভালো করে প্রমাণ করে দিলেন।