Ranji Trophy: সুরজে ছাড়খাড় অসম! বোনাস পয়েন্ট নিয়ে মরসুমের প্রথম জয় বাংলার


কলকাতা: রঞ্জি ট্রফিতে গত বারের ফাইনালিস্ট বাংলা। অল্পের জন্য ট্রফির অপেক্ষা মেটেনি গত মরসুমে। আর এ বার অপেক্ষা ছিল প্রথম জয়ের। প্রথম তিন ম্যাচ থেকে মাত্র পাঁচ পয়েন্ট পেয়েছিল বাংলা। অবশেষে মরসুমের প্রথম জয়। বোনাস সহ সাত পয়েন্ট। অসমকে ইনিংস ও ১৬২ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলা। নকআউটের দৌড়ে থাকতে হলে বাকি ম্যাচগুলিতেও এমন পারফরম্যান্সই করতে হবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারের রঞ্জিতে বাংলার প্রথম ম্যাচ ছিল অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। তিন পয়েন্টের আশা দেখিয়ে এসেছিল মাত্র ১ পয়েন্ট। উত্তরপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কুয়াশার কারণে হতাশা বাংলা শিবিরে। সরাসরি জয় ও ছয় পয়েন্টের সম্ভাবনা ছিল। যদিও তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। অস্বস্তি তৈরি হয়েছিল গত ম্যাচে ঘরের মাঠে। ছত্তীসগঢ়ের বিরুদ্ধে দু-দলের ইনিংসই সম্পূর্ণ হয়নি। ফলে ১ পয়েন্ট করে পায় দু-দলই।

অসমের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াই ছিল বাংলার। ব্যাটিংয়ে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার এবং ক্যাপ্টেন মনোজ তিওয়ারির সেঞ্চুরি বাংলাকে ভরসা দেয়। তেমনই লোয়ার অর্ডারে করণলাল এবং পেসার সুরজ সিন্ধু জয়সওয়ালের হাফসেঞ্চুরি বাংলাকে ৪০০ পেরোতে সাহায্য করে। ব্যাটিংয়ে অনবদ্য একটা ইনিংসের পর বোলিংয়েও কামাল এ মরসুমেই প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক হওয়া সুরজ সিন্ধু জয়সওয়ালের। সুরজ ও কাইফের বিধ্বংসী বোলিংয়ে ৯৯-৮ স্কোরে দ্বিতীয় দিন শেষ করে অসম। তৃতীয় দিন আরও একটি উইকেট কাইফের ঝুলিতে।

ম্যাচের প্রথম দিনই ফিল্ডিংয়ে চোট পেয়েছিলেন অসমের অধিনায়ক রিয়ান পরাগ। কাঁধে চোট তাঁর। তিনি ব্যাট করতে পারেননি। ১০৩ রানেই অসমের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। বিশাল রানের লিড থাকায় বোনাসের জন্যই ঝাঁপায় বাংলা। অসমকে ফলো অন করে। দ্বিতীয় ইনিংসেও বিধ্বংসী বোলিং সুরজ সিন্ধু জয়সওয়ালের। মাত্র ১১৯ রানেই সাত উইকেট তুলে নেয় বাংলা। এর মধ্যে পাঁচটি সুরজের ঝুলিতেই। ইনিংস ও বড় ব্যবধানে জিততে বাংলার প্রয়োজন ছিল আর দু উইকেট। কারণ, কাঁধের চোটে রিয়ান ব্যাট করতে পারতেন না।

বাংলার জয়ের অপেক্ষা বাড়ানোর চেষ্টা করেন ধরনী রাভা। অভিষেককারী অঙ্কিত মিশ্রর বোলিংয়ে তাঁকে স্টাম্প করেন অভিষেক পোড়েল। ২৪ রান করেন ধরনী। ১৩৩ রানে ৮ উইকেট হারায় অসম। দলীয় ১৪০ রানে মৃণ্ময় দত্তর উইকেট নেন করণলাল। রিয়ান ব্যাট হাতে না নামায় ১৪০ রানেই শেষ অসমের দ্বিতীয় ইনিংস। বাংলার বোনাস পয়েন্টও নিশ্চিত হয়।

Leave a Reply