চাপ বাড়ল রোহিতদের, দ্বিতীয় টেস্টে চোটে অনিশ্চিত জাডেজা


চাপ বাড়ল রোহিতদের, দ্বিতীয় টেস্টে চোটে অনিশ্চিত জাডেজাImage Credit source: PTI

কলকাতা: স্পিন সহায়ক পিচ বানিয়ে তাঁর ফাঁদে নিজেরাই পড়ল ভারতীয় শিবির। ৫ ম্যাচের হাইভোল্টেজ সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে শুরু করল রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। দ্বিতীয় টেস্ট বিশাখাপত্তনমে। এরই মাঝে রোহিতদের চাপ বাড়ালেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন যখন জাডেজাকে রান আউট করেছিলেন বেন স্টোকস সেই সময় তাঁকে অস্বস্তিতে দেখা গিয়েছিল। জাডেজা ছুটে তিনি যখন নন স্ট্রাইকার এন্ডে ঢোকেন, তাঁকে পায়ে হাত দিতে দেখা যায়। তখনই মনে হয়েছিল তিনি চোট পেয়েছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন জাডেজা। সূত্রের খবর অনুযায়ী, তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।

বিসিসিআইয়ের এক সূত্র ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছে, ‘যতদূর অবধি জানা গিয়েছে জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট হয়েছে। টিয়ার নয়। ফলে যদি ও দ্বিতীয় টেস্টে না খেলতে পারে, তা হলে তৃতীয় টেস্টের আগে ফিট হয়ে উঠবে।’ ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে ভারতের হেচ কোচ রাহুল দ্রাবিড়কে দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার চোটের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সত্যি বলতে গেলে এখনও আমি ফিজিয়োর সঙ্গে কথা বলতে পারিনি। ফিরে গিয়ে কথা বলব। তারপরই বুঝতে পারব যে জাডেজার চোট কতটা গুরুতর।’ জানা গিয়েছে জাডেজার স্ক্যান রিপোর্ট মুম্বইয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্টের ফল এলে বোঝা যাবে তাঁর চোট কতটা গুরুতর এবং তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা।

এই খবরটিও পড়ুন

ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টেস্টে মোট ৫টি উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। এবং দুই ইনিংস মিলিয়ে তিনি করেছিলেন ৮৯ রান। যার মধ্যে প্রথম ইনিংসে আইসিসির এক নম্বর টেস্ট অলরাউন্ডার জাডেজা করেছিলেন ৮৭ রান। হায়দরাবাদের মতো বিশাখাপত্তনমেও স্পিন সহায়ক পিচই বানানো হবে, তেমনটাই আশা করা যায়। সেখানে জাডেজার না থাকাটা ভারতীয় টিমকে চাপে ফেলতে পারে। এ ছাড়াও দ্বিতীয় টেস্টেও বিরাট কোহলি খেলবেন না। ফলে বিশাখাপত্তনমেই সিরিজে রোহিতদের সমতা ফেরাতে বেশ চাপ হতে পারে। এমনটাই বলছে ক্রিকেট মহল।

Leave a Reply