সাফল্যের চূড়ায় পৌঁছেও মাটির মানুষ, গ্রামবাসীদের কল্যানে সাদিও মানে উৎসর্গ করেছেন নিজের জীবন


বাম্বোলিতে বেড়ে ওঠা সাদিও মানের। সেনেগালের তারকা হয়ে ওঠার আগে সাদিও মানে নিজেকে তিনটি প্রমিস করেছিলেন। এক, কখনও মা-বাবাকে হতাশ করব না। দুই, একজন পেশাদার ফুটবল হব এবং তিন, গ্রামে ফিরে একটা স্কুল বানাব।

Leave a Reply